রীতেশ মিশ্র
তাঁর কাছে রয়েছে পরশপাথর। এমন মিথ্যা নিজে থেকেই এলাকায় রটিয়ে ছিলেন বাবুলাল যাদব। এই দাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚবি এলাকা💧বাসীর। তবে ৭০ বছরের বাবুলাল যাদবের মৃত্যুতে এই রটনা যে কতটা ক্ষতিকর হতে পারে তা এখন বুঝতে পারছে পরিবার। এই মর্মান্তিক কাণ্ড ছত্তিশগড়ের জাঞ্জগির চম্পা জেলার।
ছত্তিশগড়ের ওই জেলার মুনুনন্দ গ্রামের বাসিন্দা বাবুলাল যাদব। তাঁর কাছে পরশ পাথর আছে শুনেই তাঁর বাড়িতে হামলা চালায় ১০ জনের একটি দল। এমনই অভিযোগ। পরশ পাথর নেওয়ার লোভে ওই বৃদ্ধকে খুন করা হয় বলে অভিযোগ। এলাকাবাসীরা বলছেন, বহু দিন ধরেই তন্ত্রসাধনার সঙ্গে জড়িত বাবুলাল। তাঁর কাছে পরশপাথর থাকার মিথ্যা কথা বলাই তাঁর কাল হয়ে ছিল। জানা গিয়েছে, তাঁর বাড়িতে চড়াও হয়ে তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে কিছু আততায়ী। বাবুলালের বাড়ি তন্য তন্য করে খুঁজেও পরশপাথর না মেলায় তারা বাবুলালকে হত্যা করে বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্তরা সকলেই গ্রেফতার হয়েছে। 'সুপার মুন' গুরু পূর্ণিমার রাতের♏ আকাশে, এমন চাঁদের রয়꧅েছে বিশেষ নাম!