২০২২-২৩ অর্থবর্ষে দেশের পাঁচটি বড় নির্বাচনী ট্রাস্টকে সম্মিলিত ভাবে ৩৬৬.৪৯৫ কোটি টাকা দান করেছে দেশের কর্পোরেট সংস্থাগুলি। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস বা এডিআর এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছে সম্প্রতি। রিপোর্টে বলা হয়, ২০২২-২৩ অর্থবর্ষে ৩৯টি কর্পোরেট এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান মোট ৩৬৩ কোটি টাকা দান করেছে বিভিন্ন এনজিও-কে। তাদের মাধ্যমেই বিভিন্ন রাজনৈতিক দলের পকেটে টাকা ঢুকেছে এই অর্থবর্ষে। আর সবচেয়ে বেশি টাকা ঢুকেছে বিজেপির পকেটে। এদিকে টাকা দান করা সংস্থার তালিকায় শীর্ষে আছে মেঘা ইঞ্জিনিয়ারিং এবং সেরাম ইনস্টিটিউট। এদিকে পশ্চিমবঙ্গ থেকে ৩০.০৮ কোটি টাকা দান করেছে বিভিন্ন সংস্থা। (আরও পড়ুন: ১৯৯২-এর বাবরি দাঙ্গায় গ্রেফতারি ২০২৪ সালে এসে, এই ধৃত শ𒊎্রীকান্ত কে?)
আরও পড়ুন: 'সামান্য দুষ্টুমি চলছে...', পেট্রোল-ডিজেলের দাম ꦿকমানোর সম্ভাবনা নিয়ে মন্তব্য♌ পুরীর
রিপোর্ট অনুযায়ী, অনুদান দেওয়া সংস্থার তালিকায় শীর্ষ ১০-এ থাকা কোম্পানিগুলি মিলে ৩৩২ কোটি টাকা দান করেছে। তালিায় শীর্🐷ষে থাকা মেঘা ইঞ্জিনিয়ারিং ৮৭ কোটি টাকা দান করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেরাম ইনস্টিটিউট ৫০.২৫ কোটি টাকা দান করে ২০২২-২৩ অর্থবর্ষে। এরপর তালিকায় তৃতীয় স্থানে থাকা সংস্থা আর্সেলর মিত্তল নিপ্পন স্টিল। তারা দান করেছে ৫০ কোটি টাকা। অভিনন্দন ভেঞ্চারও ৫০ কোটি টাকা দান করেছে। এরপর তালিকায় যথাক্রমে আছে মেধা সার্ভো ড্রাইভস (৩০ কোটি), আর্সেলর মিত্তল ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (২৫ কোটি), গ্রিনকো এনার্জি প্রোজেক্ট (২০🔜 কোটি), ভারতীয় এয়ারটেল (১০ কোটি), মেধা ট্র্যাকশন ইকুইপমেন্ট (৫.০১ কোটি) এবং জুপিটার ওয়াগনস (৫ কোটি)।
আরও পড়ুন: নতুন বছরে এক ধাক্কায় অনেকটা𝓡ই কমতে পারে বিমান ভাড়া, বড় ঘ🌄োষণা ইন্ডিগোর