প্রত্যেক হিন্দু দম্পতির তিনটি সন্তান থাকা দরকার এবং তার মধ্যে একটি কন্যাসন্তান থাকা আবশ্যিক। জনসংখ্যা বৃদ্ধিতে লাগাম দেওয়ার সরকারি নীতিকে চ্যালেঞ্জ নিজের মত প্রকাশ করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী সুনীল ভরালা।রবিবার তিনি বলেন, ‘ব্যক্তিগত ভাবে মনে করি হম পাঁচ নীতি অনুসরণ করা উচিত। অর্থাত্ প্রতি পরিবারের তিনটি সন্তান থাকা উচিত এবং তার মধ্যে একটি মেয়ে থাকা জরুরি। তা না হলে কী ভাবে মাসি-পিসি, ঠাকুমা-দিদিমা এবং অন্যান্য সম্পর্কগুলি টিকে থাকবে।’সাম্প্রতিক উন্নাওকাণ্ডে নিগৃহীতার হত্যা সম্পর্কে তিনি জানান, ঘটনার তদন্ত জারি রয়েছে। ধর্ষণ এবং হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিচার হবে বলেও তিনি জানিয়েছেন।এর আগেও বালিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংও প্রস্তাবিত জনসংখ্যা নিয়ন্ত্রণ বিলের পক্ষে সওয়াল করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, ‘বারতে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন তৈরি না হলে আগামী ৫০ বছরে দেশে হিন্দুত্ব নিরাপদ থাকবে না।’গত অক্টোবর মাসে অসমের বিজেপি সরকার রাজ্যে দুই সন্তান নীতি চালু করে, যার জেরে ২০২১ সালের জানুয়ারি মাস থেকে যাঁদের দু’টির বেশি সন্তান জন্মাবে, তাঁরা সরকারি চাকরি পাবেন না বলে জানানো হয়।৭৩ তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেশের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দেশবাসীকে ‘ছোট পরিবারের পরিকল্পনার মাধ্যমে দেশপ্রেম প্রকাশ করার’ পরামর্শ দেন।