মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে হেরে গিয়ে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে তোপ দেগেছিলেন উদ্ধব ঠাকরের দলের নেতা সঞ্জয় রাউত। এবার সেই সমালোচনার জবাব দিলেন ডিওয়াই চন্দ্রচূড়। বার্তাসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডিওয়াই চন্দ্রচূড় এই নিয়ে বলেন, 'রাজনৈতিক দলগুলি কি এরপর সিদ্ধান্ত নেবে যে সুপ্রিম কোর্টের কোনও মামলা শোনা উচিত?' (আরও পড়ুন: 🌺'বৈষম্য মেনে নেওয়া উচিত না…', চিন্ময় প্রভু ইস্যুত ইউনুসকে কড়া বার্তা ইসকনের)
আরও পড়ুন: চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে ভারতে🧔র 'ধমকের' জবা🧔ব বাংলাদেশের, দিল্লিকে ঢাকা বলল…
সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি 🅷বলেন, 'সারা বছরই আমরা সাংবিধানিক বিষয়ক মামলা শুনে গিয়েছি। কখনও নয় বিচারপতি বেঞ্চ, কখনও ৭ বিচারপতির বেঞ্চ বা ৫ বিচারপতির বেঞ্চ মামলা শুনেছে এবং তার ওপর রায় জিয়েছে। এই আবহে কোনও একজন ব্যক্তি বা নির্দিষ্ট কোনও রাজনৈতিক দল এই সিদ্ধান্ত নিতে পারে যে সুপ্রিম কোর্ট কোন মামলা শুনবে? সরি, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রধান বিচারপতির।'
উল্লেখ্য, নির্বাচনে হেরে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে বেনজির ভাবে আক্রমণ শানান উল্লেখ্য, শিবসেনা ভাঙার পরে দ🃏লের 'বিদ্রোহী' বিধায়কদের নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল উদ্ধব শিবির। তবে সেই সংক্রান্ত মামলায় উদ্ধবের পক্ষে রায় দেয়নি শীর্ষ আদালত। বরং মহারাষ্ট্রের তৎকালী স্পিকারকে সেই নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল। তবে এরপর দলত্যাগ বিরোধী আইনে সদস্যপদ বাতিল হয়নি একনাথ শিন্ডে শিবিরের কোনও বিধায়কেরই। সেই প্রসঙ্গ টেনেই প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড়কে আক্রমণ শানান সঞ্জয় রাউত। সঞ্জয় রাউত এই নিয়ে আজ বলেছিলেন, 'তিনি (ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়) দলত্যাগীদের মন থেকে আইনের ভয় মুছে ফেলেছেন। তাঁর নাম ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা থাকবে।' তাঁর দাবি, শিসেনার 'বিদ্রোহী' বিধায়কদের নিয়ে সিদ্ধান্ত না নিয়ে দল্যাগীদের জন্যে রাস্তা খুলে দিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি।