সুমন্তী সেন
꧋মোসাব হাসান ইউসেফ। হামাসের সহ প্রতিষ্ঠাতা শেখ হাসান ইউসেফের পুত্র। তার সাফ কথা সমস্ত যুদ্ধবন্দিদের মুক্তি দেওয়ার ক্ষেত্রে ইজরায়েলের উচিত হামাসকে একটা নির্দিষ্ট সময় দেওয়া।
ꦉসেই সঙ্গেই তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন সমস্ত যুদ্ধবন্দিদের যদি হামাস মুক্তি দিতে না পারে তবে হামাস নেতাদের মৃত্যুদণ্ড দিক ইজরায়েল। এমনকী তার বাবাকেও ইজরায়েল মেরে ফেলুক, জানিয়েছেন তিনি।
♏মানে মোটের উপর হামাসরা যদি যুদ্ধবন্দিদের মুক্তি দিতে না পারে তবে তার বাবাকেও মেরে ফেলুক ইজরায়েল। কোনও আপত্তি নেই ছেলের। তবে তার কথায় ইজরায়েল এজন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দিক।
ꦜমোসাবের বাবা দীর্ঘ ২১ মাস জেলে ছিলেন। গত জুলাই মাসে তিনি ইজরায়েলের জেল থেকে মুক্তি পান। মিডল ইস্ট মিররের খবর অনুসারে তেমনটাই জানা গিয়েছে। তিনি এক্স হ্যান্ডেলে একটা ১০ মিনিটের ভিডিয়ো প্রকাশ করেছেন।
꧑সেই ভিডিয়োতে তিনি জানিয়েছেন, ইজরায়েল ধারাবাহিকভাবে এটা করতে পারে না। হামাসকে একটি নির্দিষ্ট সময় দেওয়া দরকার। সেটা একমাস হতে পারে। দুমাস হতে পারে বা ৬ মাস হতে পারে। যুদ্ধবন্দিদের ফেরত দেওয়ার ব্যাপারে এই সময়টা দেওয়া দরকার। যে হামাস নেতারা গণহত্যা করেছে তাদেরকে জেলে ভরতে পারে ইজরায়েল।
🦩তিনি বলেন আমি মৃত্যুদন্ডের কথা বলেছি মানে সেটা আমার বাবার ক্ষেত্রেও হতে পারে। আমি একটা ভুল করে ফেলেছি। ১০-১৫ বছর আগে বার বার বাবার প্রাণ রক্ষা করেছিলাম। সেটাই ভুল হয়েছিল। সেই সময়ই তার মৃত্য়ু হত। আমি তার জীবন রক্ষা করেছিলাম। কিন্তু তারপরেও কোনও বিষয়ের পরিবর্তন হয়নি। বিষয়গুলি ক্রমে আরও খারাপের দিকে যেতে থাকে।
🎐৪৫ বছর বয়সি মোসাব। তিনি ইজরায়েলের গুপ্তচর হিসাবে কাজ করতেন। ১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি আন্ডারকভার স্পাই হিসাবে কাজ করতেন। মোসাব জানিয়েছেন যুদ্ধবন্দিদের মুক্তি দেওয়ার বিনিময়ে ইজরায়েল তাদের জেল থেকে হামাসদের মুক্তি দিচ্ছে। এটা ঠিক হচ্ছে না। ওরা মুক্তি পেয়ে আবার নিরীহ লোকজনকে খুন করবে। অপরাধীদের পুরষ্কার দেওয়া যায় না।
✤সেই সঙ্গেই তিনি বলেন, যাদেরকে ধরে আনা হয়েছে তাদের যুদ্ধবন্দিদের মতো ব্যবহার করা দরকার। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, আমি জানি ইজরায়েল সাধারণ মানুষের উপর টার্গেট করতে চাইছে না। তবুও হামাসদের নিকেশ করতে গিয়ে আরও সতর্ক হওয়া দরকার।