ধর্মীয় উৎসব পালনের জেরে দূষণের মাত্রা যাতে না বাড়ে। সেদিকে নজর রেখেই গত ২০২১ সালে বাজি ফাটানো নিয়ে বিধিনিষেধ জারি করেছিল সুপ্রিম কোর্ট। ২০২৩ সালে এসে ফের একবার সেই বিধিনিষেধের কথা মনে করিয়ে দেয় শীর্ষ আদালত। সম্প্রতি এক মামলায় সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করে, বাজি নিয়ে যে বিধিনিষেধ জারি করা হয়েছিল, তা শুধু দিল্লি নয়, বরং গোটা দেশের জন্য প্রযোজ্য। উল্লেখ্য, ২০২১ সালের রায় যাতে রাজস্থানেও কার্যকর করা হয়, সেই মর্মেই একটি মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে। তার প্রেক্ষিতে শীর্ষ আদালত বলে, আলাদা করে কোনও নির্দেশের প্রয়োজন নেই। সব রাজ্যকেই ওই নির্দেশ মানতে হবে। এই আবহে কোন দিল্লি, পশ্চিমবঙ্গ সহ কোন রাজ্যে কী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাজি ফাটানো নিয়ে? (আরও পড়ুন: কীভাবে চিনবেন সবুজ বাজি? বাজির প্যাকেটের ওপরে মোবাইল নিয়ে গেলেই মিলবে জবা♛ౠব)
গত কয়েকদিন ধরেই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষ স্থান দখল করে বসেছিল দিল্লি। তবে সাম্প্রতিক বৃষ্টিতে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। তবে তার জেরে বাজি ফাটানো নিয়ে কড়াকড়ি শিথিল হয়নি রাজধানীতে। এই আবহে সবুজ বাজি সহ কোনও বাজিই ফটানো যাবে না দিল্লিতে। এমনকী বাজি মজুত রাখাও নিষিদ্ধ করা হয়েছে সেখানে। এদিকে ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনে থাকা দুই শহর - নয়ডা এবং গাজিয়াবাদেও বাজি ফাটানোর ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে উত্তরপ্রদেশের অন্যত্র সবুজ বাজি ফাটানোর অনুমত🍬ি দেওয়া হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, পঞ্জাবে শুধুমাত্র সবুজ বাজিই ফাটানো যাবে বলে জানিয়েছে সরকার। অ্য কোনও ধরনের বাজি কেনা-বেচারই অনুমতি দেওয়া হয়নি স🎐েই রাজ্যে। পঞ্জাবের পরিবেশ মন্ত্রী গুরমিত সিং মিট হায়ার জানিয়েছেন, রাত ৮টা ১০টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। গুরুপর্বের দিন, ভোর ৪টা থেকে ৫ টা এবং রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। অন্য়দিকে বড় দিনের সময় রাত ১১টা ৫৫ থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত ফাটানো যাবে আতসবাজি। এদিকে জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখার পাঁচ কিলোমিটারের মধ্যে আতশবাজি বিক্রি এবং ফাটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছ।
হায়দরাবাদ, মুম্বইয়ের মতো শহরেও আরোপ করা হয়েছে বিধিনিষেধ। হায়দরাবাদে এই বিধিনিষেধ কার্যকর হবে ১২ নভেম্বর রবিবার সকাল ৬টা থেকে। তা বলবৎ থাকবে ১৫ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত। জানানো হয়েছে, দিওয়ালি উপলক্ষে দু'দিন শুধুমাত্র দু'ঘণ্টাই বাজি ফাটানো যাবে হায়দরাবাদে। এদিকে মুম্বইতে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বাজি ফাটানো যাবে বলে জানিয়েছে বম্বে 𝐆হাই কোর্ট।
এদিকে এবছর শুধুমাত্র সবুজ বাজিই ফাটানো যাবে কলকাতা তথা পশ্চিবঙ্গে। নিয়ম অনুযায়ী, আজ কালীপুজোর রাতে ৮টা থেকে ১০টা পর্যন্ত ফাটানো যাবে সবুজ বাজি। এই পরিস্থিতিতে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানও চালিয়েছে নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করতে। এদিকে দিওয়ালির পরও বেশ কিছু উৎসবে বাজি ফাটানো হয়ে থাকে। সেই ক্ষেত্রেও সময়সীমা নির্ꦍধারণ করে দেওয়া হয়েছে বাজি ফাটানোর জন্য। জানা গিয়েছে, চটপুজোর দিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য বাজি পোড়ানো যাবে। অন্যদিকে, বড়দিন ও নিউইয়ারের সময় রাত ১১টা ৫৫ থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত ৩৫ মিনিট সবুজ বাজি ফাটাতে পারবেন সকলে।