ভারতীয় নৌসেনার যুদ্ধ জাহাজ আইএনএস বহ্মপুত্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে। মুম্বই ডক ইয়ার্ডে জাহাজে চলছিল রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ। প্রাথমিক খবরে জানা গিয়েছে, সেই রক্ষণাবেক্ষণের কাজের সময়ই আইএনএস বহ্মপুত্রে আগুন লাগে। যার জেরে ওই যুদ্ধজা🔴হাজের একাংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। এদিকে, নিখোঁজ এক 🌃জুনিয়ার নাবিক।
নৌসেনা সূত্রে জানা গিয়েছে,' অনেক চেষ্টা করেও জাহাজটিকে আগের অবস্থায় আনা যায়নি।' জানা যাচ্ছে, জাহাজটি তার বার্থের পাশাপাশি আরও বেশ কিছু জায়গায় আগুন ছড়ায় এবং বর্তমানে একপাশে হেলে রয়েছে জাহাজ। এদিকে, এক জুনিয়ার নাবিকের নিখোঁজ হওয়ার ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। আপাতত ওই জুনিয়ার নাবিককে খুঁজতে চলেছে তল্লাশি। নৌসেনার তরফে জানানো হয়েছে, ওই জাহাজে থাকা সকলেই অক্ষত রয়েছেন। তবে ওই জুনিয়ার নাবিক কোথায় রয়েছেন, তার খোঁজ চলছে। জানা গিয়েছে, ২১ জুলাই বিকেলে এই অগ্ন🥂িকাণ্ডের ঘটনা ঘটে।
( US Election 2024: ‘ফের নতুন করে শুরু করতে হবে’! বাইডেন প্রেসিডেন্ট পদের দৌড় ছাড়তেই ট্রাম্প তুললেন ‘টা𓂃কা ꦏফেরতের’ এর কথা)
মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডের উদ্যোগে এই আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে বলে খবর। এরপর ২২ জুলাই সকালে, জাহাজের বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, আগুনের অবশিষ্ট ঝুঁকির মূল্যায়নের জন্য স্যানিটাইজেশন চেক সহ ফলো-অন প্রক্রিয়ায় যা যা করণীয় তা করা হয়েছি🔯ল। এদিকে, ঘটনার জেরে একটি তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। নৌসেনার তরফে বলা হয়েছে,'একজন জুনিয়র নাবিক ব্যতীত সমস্ত কর্মীদের হিসাব করা হয়েཧছে, যার অনুসন্ধান চলছে। দুর্ঘটনার তদন্তের জন্য ভারতীয় নৌবাহিনীকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। '