Maldives: ভারতে আসছেন মলদ্বীপের বিদেশমন্ত্রী, কারণটা জেনে নিন
1 মিনিটে পড়ুন Updated: 07 May 2024, 09:49 PM ISTভারত-মলদ্বীপের সম্পরღ্কের বিরাট উন্নতি হয়েছে এমনটা মনে হয় না। তার মধ্য়েই ভারতে আসবেন মলদ্বীপের 𝐆বিদেশমন্ত্রী।
ভারত-মলদ্বীপের সম্পরღ্কের বিরাট উন্নতি হয়েছে এমনটা মনে হয় না। তার মধ্য়েই ভারতে আসবেন মলদ্বীপের 𝐆বিদেশমন্ত্রী।
চলতি সপ্তাহে ম🀅লদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জাম🐲ির আসছেন ভারতে। দুই দেশের মধ্য়ে গত কয়েক মাসের মধ্য়ে সম্পর্কের নানা টানাপোড়েনের মধ্য়েই ভারতে আসছেন মলদ্বীপের বিদেশমন্ত্রী।
৯ মে ভারতে আসার কথা রয়েছে মলদ্বীপের বিদেশমন্ত্রীর। এদিকে যেদিন মলদ্বীপ 🍒থেকে ভারতের সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা রয়েছে সেই ডেডলাইনের আগেই ভারতে আসছেন মলদ্বীপের বিদেশমন্ত্রী। ভারতের ওই ৮০জন সেনা তিনটি বিমান নিয়ে মূলত মানবিক নানা ত্রাণের জন্য সে দেশে রয়েছেন। তবে আপাতত তাঁদের সরিয়ে সিভিলিয়ানদের নিয়ে আসার ব্যাপারে কথাবার্তা চলছে।
ভারতে এসে কী করবেন মলদ্বী🎃পের বিদেশমন্ত্রী? সূত্রের খবর, জামির ভারতে এসে ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। তাঁদের মধ্য়ে দ্বিপাক্ষিক ꧒আলোচনার কথা রয়েছে। বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে এব্যাপারে বলা হয়েছে।
সেই বিবৃতিতে উল্লেখ করা হয়♏েছে, ভারত মহাসাগরীয় এলাকায় মলদ্বীপ ভারতের অন্য়তম প্রধান প্রতিবেশী। দুই✨ দেশের মধ্য়ে পারস্পরিক সহযোগিতা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে এই সফর।
এদিকে নানা দিক থেকে মলদ্বীপ ও ভার📖তের মধ্য়ে বার বার সম্পর্কের অবনতি হয়েছে। সেখানকার প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুকে চিনপন্থী বলেই অনেকে মনে করেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে, খাদ্য সরবরাহে ও প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতায় ভারতের উপর নির্ভরতা কমানোর ব্যাপারে তিনি নানা উদ্যোগ নিয়েছিলেন।
আর সেই মলদ্বীপ থেকেই ভারতে আসছেন সেখানকার বিদেশমন্ত্রী। প্র🗹েসিডেন্ট পদে বসার আগে ইন্ডিয়া আউট স্লোগান তুলে এলাকায় জনপ্রিয় হওয়ার চেষ্টা করেছিলেন মুইজ্জু। এমনকী তিনি চিনের সঙ্গে নানা ক্ষেত্রে চুক্তিবদ্ধও হয়েছিলেন। তিনি দাবি করেছিলেন যে ভারত মলদ্বীপে দুটি হেলিকপ্টার ও একটি বিমান পরিচালনার জন্য যে ৮০জন সেনাকে রেখে দিয়েছে তাদের তুলে নিতে হবে। এজন্য় তিনি একেবারে ডেডলাইনও ঠিক করে দিয়েছিলেন। মার্চ ও এপ্রিল মাসে দু দুফায় কয়েকজন তোলা হয়েছে মলদ্বীপ থেকে। ফের ১০ মের মধ্যে বাকিদেরও সরানো হতে পারে মলদ্বীপ থেকে। তবে তার আগেই ভারতে আসছেন সেখানকার বিদেশমন্ত্রী।