👍 চাকরি হারানোর ২ মাসের মধ্যে বাড়ি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন অ্যাটর্নি জেসিকা আবের মৃতদেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ভার্জিনিয়া এলাকার অ্যাটর্নি ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, শনিবার ভার্জিনিয়ার আলেকজেন্দ্রিয়া এলাকা থেকে উদ্ধার হয়েছে ৪৩ বছর বয়সি জেসিকা আবেরের দেহ। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। কী পরিস্থিতিতে মাত্র ৪৩ বছর বয়সে জেসিকার মৃত্যু হয়েছে তার কারণ তদন্তের পরেই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
𒀰এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৯টা ১৮ মিনিট নাগাদ ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার ওয়াশিংটন ডিসির শহরতলির বেভারলি ড্রাইভের একটি বাড়িতে পুলিশকে ডাকা হয়। একজন অসহায় মহিলা সম্পর্কে ফোন পেয়ে সেখানে যায় পুলিশ। তারা ভেতরে জেসিকা আবেরকে মৃত অবস্থায় দেখতে পায়। আলেকজেন্দ্রিয়ার পুলিশ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, প্রটোকলের বিষয় হিসেবে, তাঁর মৃত্যুর পরিস্থিতির বিষয়টি তদন্ত করা হচ্ছে। ভার্জিনিয়ার চিফ মেডিক্যাল পরীক্ষকের কার্যালয় মৃত্যুর কারণ তদন্ত করে দেখছে। জেসিকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পূর্ব ভার্জিনিয়া জেলার বর্তমান অ্যাটর্নি এরিক সাইবার্ট। একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, একজন নেতা, পরামর্শদাতা এবং আইনজীবী হিসেবে ছিলেন জেসিকা ছিলেন অতুলনীয়। একজন মানুষ হিসেবেও তিনি ছিলেন অসাধারণ। অতি অল্প সময়ে জেসিকা যা অর্জন করেছেন তা দেখে তাঁরা এখনও বিস্মিত বলেও জানিয়েছেন এরিক।
🍌জানা গিয়েছে, ২০২১ সাল থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ভার্জিনিয়ার পূর্ব জেলার অ্যাটর্নি হিসেবে কাজ করেছেন জেসিকা আবের। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ওই পদে তাঁকে নিয়োগ করা হয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই বাইডেনের আমলের অনেকের চাকরি যায়। ট্রাম্প প্রশাসনের নির্দেশে গত ২০ জানুয়ারি পদত্যাগ করেন জেসিকা। তার আগে পর্যন্ত ভার্জিনিয়ার অ্যাটর্নি হিসেবে নিযুক্ত ছিলেন তিনি।
🃏উল্লেখ্যযোগ্য কেরিয়ার ছিল জেসিকার। তিনি ২০০৬ সালে উইলিয়াম এবং মেরি ল স্কুল থেকে আইনের ডিগ্রি অর্জন করেন। ২০০৯ সালে একজন সহকারী মার্কিন আইনজীবী হিসেবে কাজ শুরু করেন জেসিকা। আর্থিক জালিয়াতি, জনসাধারণের দুর্নীতি, হিংসাত্মক অপরাধ এবং শিশুদের উপর অত্যাচার নিয়ে মামলা পরিচালনা করেন তিনি। ২০২১ সালে ভার্জিনিয়ার অ্যাটর্নি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ২০১৫ সালে আইন বিভাগের ক্রিমিনাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।