ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের মুকুটে আরও এক পালক যোগ হল। এক ফরাসী সেনা অফিসার জানিয়েছেন, তাঁদের সেনা এবার ভারতের পিনাকা রকেট সিস্টেমের প্রতি আগ্রহী হয়েছে। ভারতের মাটিতে তৈরি, পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেমকে ব্যবহারের জন্য এবার মূল্যায়ন শুরু হয়েছে ফরাসী সেনার তরফে। ঘোষণাটি আসে যখন উভয় দেশ তাদের কৌশলগত এবং প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করে🌸 চলেছে।
ডিআরডিওর তরফে তৈরি এই পিনাকা রকেট সিস্টেম উৎপাদনের নেপথ্যে রয়েছে একাধিক সংস্⛄থা। ভারতের একাধিক সংস্থা এর নেপথ্যে রয়েছে। সোলার ইন্ডাস্ট্রি, লারসেন অ্যান্ড টুবরো, টাটা, অর্ডিন্যান্স ফ্যাকটরি বোর্ড এই সংস্থাগুলির হাত ধরে তৈরি হয়েছে পিনাকা রকেট সিস্টেম। উল্লেখ্য, ইতিমধ্যেই একাধিক দেশের সেনা এই পিনাকা রকেট সিস্টেম ভারতের🅺 থেকে কিনতে আগ্রহ প্রকাশ করেছে। তার মধ্যে আর্মেনিয়া সহ একাধিক দেশ এই পিনাকা সিস্টেম নিয়ে আগ্রহ দেখিয়েছে।
( Why Shiva is called Tripurari: কেন মহাদেবর অপর ন⛎াম ত্রিপুরারী? এর সঙ্গে কার্তিক পূর্ণিমার যোগ কী! রয়েছে পৌরাণ♚িক কাহিনি)
( Drone Intercep🉐ted near Pakistan Border: পঞ্জাবের পাক সীমান্তে ২০০ ড্রোন পাকড়াও BSFর! মাদক, অস্ত্র পাচারের ছক?)
পিনাকা সিস্টেমের কী কী বৈশিষ্ট?
৭৫ কিলোমিটার দূরের টার্গেটে গিয়ে আছড়ে পড়তে পারে এই পিনাকা রকেট সিস্টেম। এই সিস্টেমের সঙ্গে রয়েছে আরও কিছু ‘ভ্যারিয়েন্ট’। যা ফরাসী সেনার কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। ফরাসী সেনার ব্রিগেডিয়ার জেনারেল রিশৌ তুলে ধরেছেন, ভারতকে এক তাবড় অস্ত্র নির্মাতা দেশ হিসাবে। তিনি বলছেন, ভারত বিশ্বের তাবড় এমন দেশ, যেখানে এমন সিস্টেম অফার করা হয়। বর্তমানে ফরাসী সেনার ব্রিগেডিয়ার জেনারেল রিশৌ ভারতে এসেছেন। তিনি বলছেন, ভারতের সেনা খুবই আগ্রহী এই পিন🌄াকা রকেট সিস্টেম কেনার বিষয়ে। তিনি সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন,' আমরা পিনাকা মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার সিস্টেমের মূল্যায়ন করছি কারণ আমাদের এমন একটি সিস্টেম দরকার। আমরা এই ধরনের সিস্টেম অফার করে সর্বোচ্চ দ😼েশগুলির দ্বারা প্রদত্ত অন্যান্য সিস্টেমগুলির মধ্যে এটিকে মূল্যায়ন করছি ৷ ভারত সবচেয়ে বেশি অস্ত্র উৎপাদনকারী দেশের মধ্যে অন্যতম।' উল্লেখ্য, ইতিমধ্যেই পিনাকা রকেট সিস্টেমের অর্ডার দিয়ে দিয়েছে আর্মেনিয়া। এছাড়াও বহু দেশ এই রকেট সিস্টেমে আগ্রহী। কিছুদিন আগেই ভারত ও ফরাসী সেনা নেতৃত্বের মধ্যে একটি বৈঠকের পরই পিনাকা নিয়ে এই অর্ডার আসে।