'ভারতের থেকে এক বন্ধু হারাল ফ্রান্স।' রতন টাটার প্রয়াণে এমনই বার্তা দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ৮৬ বছর বয়সি শিল্পপতির প্রয়াণে ম্যাক্রোঁ বিবৃতি প্রকাশ করে বলেন, 'ভারত এবং ফ্রান্সে উদ্ভাবন এবং উৎপাদনের ক্ষেত্রে বড় অবদান রেখেছেন রতন টাটা। তাঁর দূরদর্শী নেতৃত্বে এই দুই দেশে শিল্পের উন্নতি হয়েছে। এছাড়াও তাঁর মানবতাবাদী দৃষ্টিভঙ্গির জন্যে সবাই তাঁকে মনে রাখবে। তাঁর প্রয়াণে শোকার্ত নিকটাত্মীয় এবং প্রিয়জনদের পাশাপাশি ভারতের সকল জনগণের প্রতি গভীর সমবেদনা জানাতে চাই আমি। সমাজের উন্নতির জন্য আপনি আজীবন যে কাজ করেছেন, তা শ্রদ্ধার সহিস আমরা মনে রাখব।' (আরও পড়ুন: '♎জুনিয়র ডক্তারদের দাবি কোনও বিলাসিতা নয়', চাপ বাড়িয়ে মমতাকে চিঠি IMA-র)
আরও পড়ুন: বাড়ছে সরকারি কর্মীদের ꦚ'ডিএ উদ্বেগ', পুজোর মাঝে সামনে এল হি🐻সেব সংক্রান্ত রিপোর্ট
আরও পড়ুন: SCO সম্মেলনের আগে রক্তে ভিজল পাকিস্তানের✱ মা🐟টি, জঙ্গি হামলায় মৃত ২০
উল্লেখ্য, গত পরশু মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডির এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শিল্পপতি রতন টাটা। গতকাল পূর্ণ রাষ্ট্রী মর্যাদায় তাঁকে শেষ বিদায় জানানো হয়। তাঁর আগে জনসাধারণ যাতে তাঁর প্রতি শেষবারের মতো শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে পারে, তার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে মুম্বইবাসীদের ঢল নেমেছিল। রতন টাটার শেষকৃত্যে অংশ নিতে মুম্বই গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে থেকে শুরু করে শরদ পাওয়ার, দেবেন্দ্র ফড়ণীস, উদ্ধব ঠাকরে সহ বহু রাজনীতিবিদ শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন রতন টাটাকে। আরও অনেক বিশিষ্টজন সেখানে উপস্থিত হয়েছিলেন রতন টাটাকে শেষ বিদায় জানাতে। শিল্পপতি মুকেশ আম্বানিও পরিবার সমেত পৌঁছে গিয়েছিলেন রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে। সেখানে যান হর্ষ গোয়েঙ্কাও। (আরও পড়ুন: সღরকারি কর্মীদের ডিএ বাড়ুক⛦ না বাড়ুক, একলাফে এই ভাতা বাড়ছে ২৫%, জারি মেমো)
আরও পড়ুন: আরজি♌ করের CCU-তে চলছে অনিকেতের চিকিৎসা, এখন কেমন💞 আছেন তিনি?
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। এই আবহে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। তখন বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল, গুরুতর অসুস্থ রতন টাটা। তবে♏ শরীর খারাপ নিয়ে গুজব রটছে বলে রতন টাটা জানিয়েছিলেন নিজেই। তবে গত পরশু রাতে অবশেষে প্রয়াত হন রতন টাটা। এই আবহে টাটা গোষ্ঠীর তরফে এক বার্তায় বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের রতন নভল টাটাকে বিদায় জানাতে হচ্ছে। তাঁর নেতৃত্ব শুধুমাত্র টাটা সংস্💃থাকে এগিয়েই নিয়ে যায়নি, দেশের প্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংস্থার কাছে রতন টাটা শুধুই চেয়ারম্যান ছিলেন না, ছিলেন পথ প্রদর্শক। উৎকর্ষতার প্রতি একনিষ্ঠতা এবং নতুনের সন্ধান তাঁকে উন্নতির এক থেকে অন্য শৃঙ্গে পৌঁছে দিয়েছে। সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে তিনি যে অবদান রেখে গিয়েছেন তা আগামীর কাছে শিক্ষা হয়ে থাকবে।