ভারতীয় সেনার তরফে একটি ভিডিয়ো সামনে আনা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ভারতীয় সেনার জওয়ানরা পূর্ব ল🔯াদাখের গালওয়ান উপত্য়কায় ক্রিকেট খেলছেন। একেবার সাব জিরো তাপমাত্রা। সেখানে চলছে জমিয়ে ক্রিকেট ম্যাচ। ত্রিশূল ডিভিশনের পাতিয়ালা ব্রিগেড এই খেলার আয়োজন করেছিল। এদিকে ২০২০ সালের মে মাসে এখানেই চিন ও ভারতের সেনারা মুখোমুখি হয়ে গিয়েছিলেন। সেখানেই ভারতের বীর সাহসী কার্সেনারা ক্রিকেটে মাতলেন। এদিকে জি ২০ সামিটে চিনের বিদেশমন্ত্রী কুইন গ্যাংয়ের সঙ্গে আলোচনায় বসেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।তারপরের দিনই এই ছবি সামনে আনল ভারতীয় সেনা।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে ভারতীয় সেনা জওয়ানরা ক্রিকেট খেলছেন পাহাড়ের কোলে। চারপাশে পাহাড়। তারই উপত্যকায় ব্যাট হাতে জওয়ানরা। চারপাশে বরফ। পাহাড়ের গায়ে সাদা বরফের ছোঁয়া রয়েছে। প্রচন্ড ঠান্ডা। তার মাঝেই ব্যাট করছেন ভারতীয় সেনারা। একেবারে পুরোদস্তুর ম্যাচ। একটি পিচও করা হয়েছে। সেখানেই ব্যাটিং করছেন তাঁরা। হাতে ব্যাট তুলে নিয়েছেন তাঁরা। তারপর একেবারে ছক্কা হাঁকালেন তাঁরা। গালওয়ান ভ্যালিতে ক্রিকেট খেলে তবে কি চিনকে ব্যাটে বলে বার🅷্তা দিলেন ভারতীয় সেনা জওয়ানরা? তবে এই জি ২০ মিটিংয়ে বসেছিলেন দুদেশের বিদেশমন্ত্রীরা। তারপরই এই ক্রিকেট ম্যাচ। অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ভারতীয় সেনার ক্যাপশনে লেখা হয়েছে আমরা অসম্ভবকে সম্ভব করি। এদিকে একদিন এই গালওয়ানে সংঘর্ষের জেরে সীমান্তে উত্তেজনা ছড়িয়েছিল। সেখানেই ক্রিকেট ব্যাট হাতে তুলে নিলেন সেনারা। দেখিয়ে দিলেন গালওয়ান ভারতের নিয়ন্ত্রণে রয়েছে। সেই মিটিংয়ের পরেই ক্রিকেট খেলে বিশেষ বার্তা দিলেন অসম সাহসী ভারতীয় সেনারা। কোনও কিছুই যে ভারতীয় সেনার কাছে অসম্ভব নয় সেটারই বার্তা দিলেন তাঁরা। এমনকী ক্𝄹রিকেটেও যে পিছিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚয়ে নেই ভারতীয় সেনারা তারও বার্তা এল এবার।