তিহাড় জেলের মধ্যেই প্রতিপক্ষের হামলায় খুন হꦦলেন রোহিনী আদালতে শুটআউটে অভিযুক্ত গ্যাংস্টার তিল্লু তাজপুরিয়া ওরফে সুনীল মান। তিহাড় জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, মঙ্গলবার সকালে তার বিপক্ষ গ্যাংস্টার ও তাঁর সহযোগীরা লোহার রড নিয়ে হামলা চালায় তিল্লুর উপর। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
জেল সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৬টা ১৫ নাগাদ জেলে🅰র মধ্যে তিল্লুর উপর হামলা চালায় তাঁর প্রতিপক্ষ যোগেশ টুন্ডা ও তাঁর সহযোগীরা। তিহাড় জেলের নয় নম্বর সেলে বন্দি ছিল তিল্লু তাজপুরিয়া। তার ঠিক পাশের সেলেই বন্দি ছিল যোগেশ। লোহার গ্রিল টপকে রড দিয়ে তিলুর উপর হামলা করে তারা। হামলায় গুরুতর আহত হয় তিল্লু।
গত বছর রোহিনী আদালতের ভিতর গ্যাংস্টার জিতেন্দ্র যোগীর উপরে গুলি চালানোর অভিযোগ উঠেছিল তিল্লু তাজপুরিয়া বিরুদ্ধে। জিতেন্দ্রকে মারার জন্য সে সুপারি কিলার নিয়োগ করেছিল। সেই গুলিতেই জিতেন্দ্র যোগীর মৃত্যু হয়। তারই বদলা নিতে জিতেন্দ্র যোগী গ্যাংয়ের সদস্য যোগেশ টুন্ডা তিলুকে হত্যা করেছে বলে অনুমান পুলিশের।
(পড়তে পারেন। গ🌞ুরুদ্বারে ঢুকে 💜শিখ গ্রন্থীকে মার, পরে জেল হেফাজতে রহস্যজনক মৃত্যু ধৃতের)
একই জেলে বন্দি অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যা
তিল্লু উপর এই হামলার ঘটনায় প্রশ্ন উঠছে তিহাড় জেলের নিরাপত্তা নিয়ে। ওই জেলের বন্দি🦄 রয়েছেন অনূব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। এ ছাড়াও ওই জেলে বন্দি গরুপাচার মামলায় অভিযুক্ত, মণীশ কোঠারি, সায়গল হোসেন ও এনামূল হকও। শুধু পশ্চিমবঙ্গের রাজনৈতিক ব্যক্তিত্বরাই নন ওই জেলে রয়েছেন দিল্লি সরকারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, শিক্ষমন্ত্রী সত্যেন্দ্র জৈন। প্রশ্ন উঠছে তাঁদের নিরাপত্তাও নিয়ে।
(পড়তে পারেন। 'তদন্তে যা উঠে এসেছে তা অকল্পনীয়'ඣ, পুঞ্চের হামলা নিয়ে কাশ্মীরিদের সতর্ক করল সেনা)