জর্জিয়ার অ্যাপালাচি হাইস্কুলে ভয়াবহ গুলি চালনার ঘটনায় ৪ জনের মৃত্যু হয়। ঘটনার পরই স্কুলের ১৪ বছর বয়সী পড়ুয়া কোল্ট গ্রে-কে গ্রেফতার করা হয় মূল অভ൩িযুক্ত হিসাবে। কোল্টের বিরুদ্ধে দুই শিক্ষিক ও ২ ছাত্রকে স্কুলের অন্দরে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। প্রশ্ন উঠতেই পারে যে, এক ১৪ বছরের স্কুল পড়ুয়ার হাতে কীভাবে এল বন্দুক? সিএনএন-র খবর, কোল্টের বাবা তাকে ওই বন্দুক উপহার দেন।
সিএনএন-র প্রতিবেদনে দাবি করা হয়েছে, কোল্টের বাবা কলিন গ্রে ওই 'এআর স্টাইল রাইফেল' কেনেন। যে রাইফেল জর্জিয়ার ওই স্কুলে হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়। সিএনএন-র খবর বলছে, ওই রাইফেল কলিন তাঁর ছেলেকে ছুটির উপহার হিসাবে দিয়েছিলেন। উল্লেখ্য, ঘটনার দিন কোল্টের গুলি চালনের জেরে ৪ জনের মৃত্যু ছাড়াও ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বহু শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়া রয়েছে। জানা গিয়েছে, ছেলে কোল্টের জন্য গত ২০২৩ সালের ডিসেম্বর মাসে ওই বন্দুক কেনেন কলিন। ওই এআর ১৫ স্টাইল রাইফেল স্থানীয় একটি বন্দুকের দোকান থেকে কেনা হয়েছে বলে খবর। এর আগে, স্কুলে একটি বন্দুক হামলার হুমকি নিয়ে তদন্তে নেমেছিল স্থানীয় প্রশাসন। সেই তদন্তে নেমে কোল্ট পরিবারের সঙ্গেও কথা বলেছিল পুলিশ। পরে পুলিশ ওই মামলা বন্ধ করে দেয়, কারণ সেভাবে কোনও হুমকির সপক্ষে তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এর কয়েক মাস পরই ওই বন্দুক কিনে ছেলেকে উপহার দেন কলিন কোল্ট। ডিসেম্বরে দেওয়া সেই উপহার পরের বছরের সেপ্টেম্বর মাসে এমন অভিশপ্ত সময়কে ডেকে আনবে, তা কেউ ধারণা করতে পারেনি। জানা ওযাচ্ছে, স্কুলে গুলি চালনা ও হত্যার দায়ে কোল্টের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
(Vinesh-Bajrang Joins Congress:কংগ্রেসে যোগ ভিনেশ, বজরংদের,ജ মহিলাদের প্রতিবাদের ভুল ব্যাখ্যা না হয়, আশঙ্কা সাক𓄧্ষী মালিকের )
( Mohan Bhagwat God Comment: ‘নিজেকে ঈশ্বর ঘোষণা না করে মানুষকে বুঝে নিতে দিন..’,ইঙ্গিতবহ বার্তা 🌱RSS প্রধান ভাগবতের)
চলতি বছরে জর্জিয়া স্কুলের গুলি চালনার ঘটনাকে ধরলে, আমেরিকায় শুধু ২০২৪ সালেই মোট ৪৫ টি গুলি চালনার ঘটনা ঘটে গিয়েছে। এই স্কুলে হত্যাকাণ্ড চলতি বছরে এপর্যন্ত ঘটে যাওয়া সবচেয়ে ভয়ানক হত্যাকাণ্ড। এর আগে ভয়াবহ হত্যাকাণ্ড💎 ঘটেছিল ২০🌃২৩ সালে নাশভিলেতে একটি স্কুলের অন্দরে।