প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ আগামী ২০ দিনের মধ্যে একটি জাতীয় রাজনৈতিক দল তৈরি করবেন বলে জানালেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জিএম সারোর♐ি। জম্মু ও কাশ্মীরের পরবর্তী নির্বাচনের সময় আজাদ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন বলেও জানান সারোরি। সারোরি হিন্দুস্তান টাইমসকে এই বিষয়ে বলেন, ‘আজাদ জম্মু ও কাশ্মীরের নতুন দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চলেছেন এবং এই বিষয়ে আলোচনা চলছে। আগামী ২০ দিনের মধ্যে জাতীয় দল গঠন করতে চলেছেন আজাদ। এটি একটি ধর্মনিরপেক্ষ দল হবে। এটাই আমাদের আদর্শ এবং আমরা সবাই সেই আদর্শের জন্য তাঁর সঙ্গে যোগ দিয়েছি।’
সারোরি বলেন, আজাদের পদত্যাগের কারণে জম্মু ও কাশ্মীরে কংগ্রেস ত্যাগের হিড়িক শুরু হয়েছে। তাঁর কথায়, ‘ইতিমধ্যে ১৫০০ নেতা-কর্মী আজাদের সঙ্গে যোগ দিয়েছ♐েন এবং আগামী দিনে আরও অনেকে তাঁর সঙ্গে যোগ দেবেন। জম্মু ও কাশ্মীর কংগ্রেস মুক্ত হতে চলেছে। জম্মু ও কাশ্মীরে কংগ্রেসেরඣ কিছুই অবশিষ্ট থাকবে না।’ তিনি আরও বলেন, ‘আজাদ ৪ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরে আসবেন। সেখানে দলের নেতাদের একটি বড় বৈঠক হবে এবং সেদিন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।’
প্রসঙ্গত, কংগ্রেসের বিক্ষুব্ধ জি-২৩ গোষ্ঠীর অন্যতম প্রতিনিধি ছিলেন গুলাম নবি আজাদ। গত ২৬ অগস্ট বিস্ফোরণ ঘটিয়ে কংগ্রেস ত্যাগের ঘোষণা করেছিলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। কংগ্রেস থেকে পদত্যাগ করার ঘোষণা করে সোনিয়া গান্ধীকে একটি চিঠি লেখেন আজাদ। সেই চিঠিতে রাহুল গ𝔍ান্ধী নিয়ে কড়া ভাষায় নিজের বক্তব্য পেশ করেছিলেন আজাদ। গুলাম অভিযোগ করেন, রাহুল কংগ্রেসের সভাপতি হওয়ার পর সব বর্ষীয়ান নেতাদের কোণঠাসা করে দেওয়া হয়েছিল। ইউপিএ সরকারের আমলেও রাহুলের ব্যবহারের তুমুল সমালোচনা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাহুলের ‘শিশুসুলভ আচরণের’ উদাহরণ তুলে ধরেছিলেন তিনি।