🥂 এক কেজি, দু কেজি নয় একেবারে ২১ কেজির কাতলা মাছ ধরা পড়ল পদ্মা নদী থেকে। মঙ্গলবার ভোরে এক মৎস্য়জীবীর জালে ধরা পড়েছে এই বিশাল আকৃতির কাতলা মাছ। কার্যত একেবারে রাজা কাতলা। লেজটা একেবারে দেখার মতো। একেবারে নধর সাইজের ওই মাছ।
বাংলাদেশের একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই নদীতে মাছ ভালোই উঠছিল। জাল ফেললেই উঠে আসছিল মাছ। তবে বেশিরভাগ ক্ষেত্রেই পাঙাস মাছ উঠছিল জালে। কিন্তু ভাগ্য সহায় ছিল এদিন। আচমকাই জালে ওঠে ওই বিশাল সাইজের কাতলা মাছ। ♓মাছটিকে টেনে তুলতেই কার্যত ঘাম ছুটে যায় মৎস্যজীবীর।
সূত্রের খবর,রাজবাড়়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মানদীতে জাল ফেলে ধরা পড়েছে এই বিশাল আকৃতির মাছ। ইসহাক সর্দার নামে এক মৎস্য়জীবীর জালে ধরা পড়ে এই বড় সাইজের মাছটি। মাছটি ধরার পড়েই অত্যন্ত খুশি ওই মৎস্যজীবী।
﷽ এরপর তিনি আর দেরি করেননি। ওই মাছ নিয়ে তিনি চলে আসেন স্থানীয় বাজারে। সেখান মাছ দেখতে কার্যত ভিড় জমে যায়। এরপর ওই মাছটির দাম ওঠে কেজি প্রতি ১৩৫০ টাকা করে। সব মিলিয়ে মাছটির দাম উঠেছে ২৮ হাজার ৩৫০ টাকা। ব্যবসায়ী মহম্মদ চান্দু মোল্লা এই মাছটি কিনেছেন।