লাগাতার তিন দিন দেশের বাজারে সোনা উর্ধ্বমুখী। বৃহস্পতিবারের তুলনায় সোনার দাম ০.২% বাড়ল শুক্রবারে।গত সপ্তাহ শেষ হয়েছিল সোনার দামে পতন দিয়ে। তার রেশ রয়ে গিয়েছিল নতুন সপ্তাহের গোড়াতেও। তবে তার পরে গত দুই দিন ধরে ভারতের বাজারে সোনার দাম বেড়ে চলেছে। এ দিন এমসিএক্স সূচকে জুন গোল্ড ফিউচার্সের দর অনুযায়ী প্রতি ১০ গ্রাম খাঁটি সোনার (২৪ ক্যারাট) দাম দাঁড়িয়েছে ৪৬,৫১১ টাকা।পাশাপাশি, এ দিন ০.৪% বেড়েছে রুপোর দামও। মে সিলভার ফিউচারের দর অনুযায়ী প্রতি কেজি রুপোর দাম এ দিন যাচ্ছে ৪১,৯৬০ টাকা।আগামী রবিবার অক্ষয় তৃতীয়া। তবে প্রতি বছরের মতো এবারও এই বিশেষ দিনে সোনা-রুপোর চাহিদা বাড়বে বলে আবেগকেই এগিয়ে রাখছেন বাজার বিশেষজ্ঞরা।মিলউড কেন ইন্টারন্যাশনাল সংস্থার প্রতিষ্ঠাতা তথা সিইও নিশ ভাটের মতে, ‘করোনাভাইরাস সংক্রমণ রুখতে দেশজুড়ে লাকডাউন থাকার প্রভাব পড়বে চাহিদায়। গয়নার দোকান থেকে সরাসরি সোনা কিনতে পারবেন না গ্রাহকরা, তাই অনলাইন প্ল্যাটফর্মে কেনাবেচার পারদ চড়তে পারে। বেশ কিছু ডিজিটাল ওয়ালেট এবং সোনা বিপণি অনলাইন গোল্ড সেলস এবং গোল্ড সার্টিফিকেটের মতো পণ্য লঞ্চ করেছে।’আন্তর্জাতিক বাজারে আবার এ দিন সোনার দামে পতন হয়েছে। প্রতি আউন্সে ০.৪% দাম পড়ার ফলে বর্তমানে তা দাঁড়িয়েছে ১,৭২৪ ডলার আউন্সপ্রতি। একই সঙ্গে ০.৬% পতনের জেরে প্রতি কেজি রুপোর দাম কমেছে ১৫.২১ ডলার।