গত কয়েক দিন পতনের জেরে প্রায় ১,০০০ টাকা কমার পরে সোমবার ভারতীয় বাজারে সোনার দাম বাড়ল। এ দিন এমসিএক্স সূচকে ০.৪% উত্থানের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৫,৮৭০ টাকা। একই ভাবে, পতনের রেষ কাটিয়ে এ দিন বাজারে রুপোর দামও বেড়েছে। এমসিএক্স সূচকে ০.৮৮% বৃদ্ধির ফলে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৪৭,৭৬৬ টাকা। এ দিকে, লকডাউনে সরকারি ছাড়ের ফলে গয়নার দোকান খুললেও ক্রেতার অভাব চোখে পড়েছে প্রবল ভাবে। গত সপ্তাহে এমসিএক্স গোল্ড সূচক ২% পতন হয়। আসলে আমেরিকায় কর্মসংস্থানের হার বৃদ্ধির ফলে বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার প্রবণতা বেড়েছে, মনে করছেন আনন্দ রাঠি শেয়ার্স অ্যান্ড স্টক ব্রোকার্স সংস্থার বিশেষজ্ঞ জিগর ত্রিবেদি। এই মুহূর্তে নজর রয়েছে আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের উপরে, এবং মঙ্গল ও বুধবার জুড়ে সংস্থার দুই দিনের বৈঠকের ফলাফলের উপরে। আন্তর্জাতিক বাজারে এ দিন স্পট গোল্ড সূচকে ০.২% পতনের জেরে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৬৮২.৫৭ ডলার। পাশাপাশি, রুপোর দর ০.৫% ওঠার জেরে প্রতি আউন্সের দাম যাচ্ছে ১৭.৪৫ ডলার। আন্তর্জাতিক স্তরে বিনিয়োগে ঝুঁকি নেওয়ার প্রবণতা বৃদ্ধির ফলে গত শুক্রবার এসপিডিআর গোল্ড ট্রাস্টের মজুতে ০.৪% পতন হয়ে জমার পরিমাণ দাঁড়িয়েছে ১,১২৮.১১ টন।অন্য দিকে, সোমবার থেকেই চালু হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের গোল্ড বন্ডের তৃতীয় দফার ইস্যু বিক্রি। ইস্যুর দাম নির্ধারিত হয়েছে ৪,৬৭৭ টাকা প্রতি গ্রাম। ডিজিটাল পেমেন্ট-এর ক্ষেত্রে পাওয়া যাবে প্রতি গ্রামে ৫০ টাকা ছাড়।