বিশ্ববাজারের ধারা অনুসরণ করে শুক্রবার একধাক্কায় বেশ কিছুটা নেমে গেল সোনার দর। তবে দাম বাড়ল রুপোর। এ দিন এমসিএক্স সূচকে ০.৯% পতনের জেরে ভারতীয় বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়াল ৫১,৩০৬ টাকা। আবার সূচকে ১.৫% উত্থানের কারণে রুপোর দাম প্রতি কেজিতে বেড়ে দাঁড়াল ৬৭,৯৭০ টাকা। গত অগস্ট মাসে রেকর্ড গড়ে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়ায় ৫৬,২০০ টাকা ও রুপোর দর প্রতি কেজিতে দাঁড়ায় ৭৯,৭২৩ টাকা। কিন্তু তার পর থেকেই দিশা হারিয়ে ক্রমাগত ওঠানামার মধ্যে রয়েছে দুই মূল্যবান ধাতুর দাম।বৃহস্পতিবার বাড়লেও আন্তর্জাতিক বাজারে এ দিন সোনার দামে উল্লেখযোগ্য পতন দেখা দেয়। স্পট গোল্ড সূচকে ০.৩% পতনের ফলে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ১,৯৪৭.৪১ ডলার। সূচকে ০.৩% দর পড়েছে রুপোরও, যার জেরে প্রতি আউন্সের দাম যাচ্ছে ২৬.৮৪ ডলার। অন্য দিকে, মার্কিন ডলারের দাম চড়ায় অন্যান্য মুদ্রায় সোনার দাম কিছু বেড়েছে। বৃহস্পতিবার ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের আর্থিক প্যাকেজও অপরিবর্তিত থাকায়, তার প্রভাবে সস্তা হয়েছে সোনা। কোটাক সিকিওরিটিস সংস্থা জানিয়েছে, বিনিয়োগের স্বার্থে সোনার কেনাকাটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এসপিডিআর গোল্ড হোল্ডিংস-এ মজুত সোনার পরিমাণ ২.৯২ টন থেকে বেড়ে ১২৫২.৯৬ টনে পৌঁছেছে, যা গত ২৬ অগস্টের পরে প্রথম বার ঘটেছে। এ ছাড়া, আমেরিকা-চিন কূটনৈতিক সম্পর্কের অবনতিতেও দাম বেড়েছে সোনার।আপাতত ব্রিটেনের জিডিপি সংক্রান্ত তথ্য এবং মার্কিন মুদ্রাস্ফীতির প্রভাবে সোনার বাজারের কী পরিণতি হয়, সে দিকেই নজর রয়েছে লগ্নিকারীদের।