বুধবার আরও সস্তা হল সোনার দাম। এই নিয়ে পর পর দুই দিন বড়সড় পতন হল জাতীয় ও আন্তর্জাতিক স্বর্ণসূচকে।এ দিন এমসিএক্স সূচকে ৩% পতনের ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫০,৪৪১ টাকা। গতকালের শেষে সূচকে পতন হয়েছে মোট ৬%, যার জেরে প্রতি ১০ গ্রামে ৩,২০০ দাম পড়েছে সোনার।পাশাপাশি, এ দিন সূচকে ৫% পতন হয়েছে রুপোর দরে। এর ফলে প্রতি কেজি রুপোর দাম ৫,০০০ টাকা কমে দাঁড়িয়েছে ৬১,৯৭২ টাকা। গতকালের শেষে রুপোর দাম কেজিতে ১২% পতনের ফলে ৯,০০০ টাকা কমে।আন্তর্জাতিক বাজারেও এ দিন পতনের শিকার হয়েছে সোনা-রুপোর দর। স্পট গোল্ড সূচকে ২.১% পতনের জেরে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ১,৮৭২.৬১ ডলার। ইউ এস সূচকে প্রতি আউন্স সোনার দাম ১,৯০০ ডলারের নীচে যাচ্ছে।অন্য দিকে, সূচকে ৭% পতনের ফলে রুপোর দাম প্রতি আউন্স যাচ্ছে ২৪.২ ডলার।এ দিকে সোনার দাম বড়সড় পতনের প্রভাব পড়েছে ইটিএফগুলিতে। বিশ্বের বৃহত্তম ইটিএফ এসপিডিআর গোল্ড ট্রাস্ট জানিয়েছে, তাদের মোট মজুত সোনার পরিমাণ ০.৩% কমার ফলে মঙ্গলবার দিনের শেষ দাঁড়ায় ১,২৫৭.৯৩ টনে। কোটাক সিকিউরিটিস এক বিবৃতিতে জানিয়েছে, ‘গত কয়েক দিনে সোনার দাম অবাধে বাড়ার ফলে তাতে মাত্রাতিরিক্ত বিনিয়োগ হয়েছে। সেই সঙ্গে মার্কিন ডলারের দাম কিছুটা বৃদ্ধির জেরে আগামী দিনে সোনার দাম কিছুটা সংশোধন হবে বলে আশা করা যায়।’