আন্তর্জাতিক বাজারে দর উঠলেও সোমবার ভারতে ♈কিছু কমল সোনার দাম। এ দিন সকালে এমসিএক্স সূচকে ০.১৮% পতনের ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয় ৪৭,০১৮ টাকা।
এমসিএক্স সূচকে রুপোর দরে ০.৬% বাড়ার জেরে প্রতি কেজি রুপোর দ🐟াম দাঁড়িয়েছে ৫০.৪০৯ টাকা। অর্থাৎ গত শুক্রবারের চেয়ে কেজিপ্রতিඣ রুপোর দাম বাড়ল ১,৬০০ টাকা।
আমেরিকায় সাম্প্রতিক হিংসার কারণ থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে সোমবার সোনার দামে বৃদ্ধি লক্ষ্য করা গিয়💞েছে। এ দিন স্পট গোল্ড সূচকে ০.৮% দর 𓃲বাড়ার ফলে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৭৩৯.৭৫ ডলার। ইউএস গোল্ড ফিউচার্স-এ ০.১% বৃদ্ধির জেরে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৭৫২.৬০ ডলার।
বিশ্বজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা দেখা দিলে নিরা𓆏পদ হিসেবে সোনায় বিনিয়োগের প্রবণতা বাড়তে দেখা যায়। তারই প্রতিফলন দেখা যাচ্ছে বর্তমানে, ধারণা🐬 বাজার বিশেষজ্ঞদের। এ দিন বিশ্বের বৃহত্তম স্বর্ণ ভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড SPDR Gold Trust-এ সোনার পরিমাণ ০.৩% বৃদ্ধির ফলে মোট মজুত সোনা ১,১২৩.১৪ টনে দাঁড়িয়েছে।
আন🌳্তর্জাতিক বাজারে এ দিন ১.৮% চড়েছে রুপোর দামও। যার ফলে প্রতি আউন্স রুপোর দাম যাচ্ছেꦚ ১৮.১৬ ডলার।