বৃহস্পতিবার ভারতে আরও পড়ল সোনার দাম। এমসিএক্স সূচকে অক্টোবর গোল্ড ফিউচার্স-এ প্রতি ১০ গ্রামে ৩০০ টাকা কমে সোনার দাম দাঁড়াল ৫২,৩২০ টাকা। পাশাপাশি, রুপোর দামেও এদিন পতন হয়েছে। সূচকে ০.৮% পড়ে যাওয়ার ফলে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৬৭,৪৪০ টাকা। বুধবার সূচকে ১.৮% পতনের ফলে প্রতি ১০ গ্রামে ৯৫০ টাকা কমেছিল সোনার দাম। আর সূচকে ২% অর্থাৎ কেজিতে ১,৪০০ টাকা কমে রুপোর দাম।পুনরুত্থান তবে আন্তর্জাতিক বাজারে কিছুটা পুনরুত্থান ঘটেছে সোনার দামে। এ দিন স্পট গোল্ড সূচকে ০.৫% বৃদ্ধির ফলে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৯৪০ ডলার। বিশ্ববাজারে রুপোর দর ০.৮% বেড়েছে সূচকে, যার জেরে প্রতি আউন্সের দাম যাচ্ছে ২৬.৯৪ ডলার।বাজার বিশেষজ্ঞদের দাবি, আমেরিকার ফেডেরাল রিজার্ভের বৈঠকের প্রভাবেই সোনার দামে পতন দেখা দিতে শুরু করেছে। আগামী ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় বৈঠকে আরও রক্ষণাত্মক নীতির পথে হাঁটতে পারে মার্কিন অর্থনীতি, এমন ইঙ্গিত পাওয়ার পরেই গতকাল আন্তর্জাতিক স্তরে সোনার দাম নিম্নমুখী হতে শুরু করে। তা সত্ত্বেও অবশ্য সোনার উপরে বাজি রাখছেন বাজার বিশ্লেষকরা। আন্তর্যাতিক ক্ষেত্রে সোনার দাম এ বছরে ২৭% বৃদ্ধি পেয়েছে। গত ৭ অগস্ট স্পট গোল্ড সূচকে রেকর্ড উত্থানের জেরে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছিল ২,০৭৫.৪৭ ডলার। তবে তার পর থেকেই দামের ওঠানামা চলেছে প্রতি দিন।