আন্তর্জাতিক বাজারে ধস নামার জেরে বৃহস্পতিবার ভারতে সোনা ও রুপোর দামে আবার পতন দেখা দিল।এ দিন এমসিএক্স সূচকে ০.৪৫% পতনের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়াল ৫১,১০০ টাকা। আর সূচকে ১.২% পতনের জেরে প্রতি কেজি রুপোর দাম দাঁড়াল ৬২,৮৪৭ টাকা। গত দিন সূচকে সোনার দাম ০.৭% বৃদ্ধি পেয়েছিল এবং রুপোর দরও ০.৭% উঠেছিল। আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী হওয়ার পিছনে কাজ করছে কোভিড অতিমারীর প্রকোপে মার্কিন আর্থিক নীতি কেন্দ্রিক অনিশ্চয়তা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ত্রাণে কোনও রকম আপস করতে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ডেমোক্র্যাটিক পার্টি। পাশাপাশি, আমেরিকান বন্ডের দামও ঊর্ধ্বমুখী থাকায় সোনার দাম প্রত্যাশিত হারের নীচেই রয়ে যাচ্ছে। এ দিন স্পট গোল্ড সূচকে ০.২% পতনের ফলে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৯৩১.০১ ডলার। রুপোর দরও সূচকে ০.৪% পতনের জেরে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ২৪.৯৬ ডলার। উল্লেখ্য, গত অগস্ট মাসে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আউন্সপ্রতি ২,০৭২.৫০ ডলারে পৌঁছে নজির তৈরি করে। ভারতীয় বাজারেও ওই মাসে প্রতি ১০ গ্রাম সোনা ৫৬,২০০ টাকা দরে পৌঁছে রেকর্ড সৃষ্টি করে। সোনার দামে স্থিতি না ফেরায় আপাতত বেশ কিছুটা ব্যাকফুটে রয়েছেন বিনিয়োগকারীরা। বুধবার বিশ্বের বৃহত্তম ইটিএফ এসপিডিআর গোল্ড ট্রাস্টে মোট মজুত সোনার পরিমাণ ছিল ১,২৬৯.৩৫ টন।