গত সপ্তাহের ধারা বজায় রেখে সোমবারও ভারতের বাজারে সোনার দামে পতন অব্যাহত রইল। বিবিধ চাপের মুখে রোজ দাম কমছে রুপোরও।এ দিন এমসিএক্স সূচকে ০.৪% পতনের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৯,৪৬০ টাকা। সূচকে ১% পতনের ফলে প্রতি কেজি রুপোর দাম কমে দাঁড়িয়েছে ৫৮.৪৭৩ টাকা। গত সপ্তাহে প্রতি ১০ গ্রামে সোনার দাম কমেছে ২,০০০ টাকা। পাল্লা দিয়ে কেজিতে রুপোর দামকমেছে ৯,০০০ টাকা। গত ৭ অগস্ট রেকর্ড গড়ে প্রতি ১০ গ্রাম সোনার দাম উঠেছিল ৫৬,২০০ টাকা। বর্তমানে তার তুলনায় প্রায় ৬,৫০০ সস্তা যাচ্ছে ১০ গ্রাম সোনার দাম।কোভিড অতিমারীর জেরে বিশ্বজুড়ে টালমাটাল অর্থনীতিতে সোনায় বিনিয়োগের হার উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। তবে সম্প্রতি মার্কিন ডলারের দাম চড়তে শুরুকরায় সোনার দাম আপাতত নিম্নমুখী। পাশাপাশি রয়েছে নতুন করে করোনা সংক্রমণের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ফের লকডাউনের আশঙ্কা দেখা দেওয়ায় শঙ্কার মেঘ জমেছে বিনিয়োগকারীদের মনে। আন্তর্জাতিক বাজারে অবশ্য গত সপ্তাহে বড়সড় পতন দেখা দিলেও এ দিন সোনার দাম অনেকটা স্থিতিশীল। স্পট গোল্ড সূচকে নামমাত্র পরিবর্তন ঘটার ফলে প্রতি আউন্স সোনার দামযাচ্ছে ১,৮৬০.১৯ ডলার। ডলারের দাম বৃদ্ধির জেরে ভিন্ন মুদ্রার লগ্নিকারীদের কাছে সোনার দামঅনেক সস্তা হয়েছে। এ দিন আন্তর্জাতিক সূচকে ০.৩% বৃদ্ধির জেরে প্রতি আউন্স রুপোর দাম দাঁড়িয়েছে ২২.৯৩ ডলার। সোনার দামে সাম্প্রতিক পতন সত্ত্বেও ইটিএফ লগ্নিকারীরা বড় ঝুঁকি নিতে চাইছেন না। এসপিডিআর গোল্ড ট্রাস্টে গত শুক্রবার মজুত সোনার পরিমাণ ০.০২% কমে দাঁড়ায় ১,২৬৬.৮৪ টন।তবে সোনার দামে পতন দেখা দেওয়ায় গত সপ্তাহে ভারতে খুচরো বিক্রির হার বেড়েছে বলে জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা।