মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দামে বড় পতন ঘটল এদিন। এদিন গোল্ড ফিউচারসের দাম কমল ০.০৪ শতাংশ। এর জেরে একামাসে সবথেকে সস্তা হল সোনা। মℱাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১০ গ্রাম সোনার দাম ৪৬,৮৭৮ হয় এদিন। সোনার পাশাপাশি রুপোর দামও কমে এদিন। এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রুপোর দাম ০.২৮ শতাংশ কমে। প্রতি কেজি রুপোর দাম ৬৩,৪৬৮ হয়।
এদিকে আজ কলকাতায় পাকা সোনা বা ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৮০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪৮ হাজার। এদিক🦩ে কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৫৫৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৫৫৫০ টা🙈কা। ১ গ্রাম হলমার্ক সোনার দাম ৪৬২৫। ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৪৬২৫০ টাকা। এই দাম জিএসটি এবং টিসিএস বাদে।
এমনিতে গত বছর অগস্টে ১০ গ্রাম সোনার দাম ৫৬,২০০ টাকায় পৌঁছে গিয়েছিল। তারপর থেকে উত্থান-পতনের সাক্ষী থেকেছে সোনা। ১০ গ্রাম সোনা ৫৬,০০০ টাকার স্তরে না পৌঁছালেও ৫০,০০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল। তারপর তা আবার সস্তা হয়েছে। গত সপ্তাহের শেষের দিক এবং চলতি সপ্তাহে দাম কমেছিল। আপাতত ১০ গ্রাম সোনা রেকর্ড দরের থেকে প্রায় ৯,০০০ টাকার মতো কম আছ🍰ে। এদিকে বিশ্ব বাজারেও কমেছে সোনার দাম। এক আউন্স স্পট গোল্ডের ০.৬ শতাংশ ১,৮০০ ডলারের পর্যায়ের নিচে চলে গিয়েছে।