ডেমোক্র্যাটদের সঙ্গে অর্থনৈতিক বিকাশ সংক্রান্ত আলোচনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থগিত রাখার জেরে গতকালের পরে বুধবারও বাজারে দাম পড়ল সোনার।এ দিন অএমসিএক্স সূচকে ০.৯% পতনের ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়াল ৫০,০৮৮ টাকা। সূচকে ১.৫% পতনের জেরে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৫৯,৬৫৮ টাকা। গত অধিবেশনে সোনার দাম সূচকে প্রতি ১০ গ্রামে ০.৩২% পড়েছিল। সূচকে ২.৩% পতনের ফলে রুপোর দাম প্রতি কেজিতে কমেছিল ১,৪৫০ টাকা। আন্তর্জাতিক বাজারে টানা এক সপ্তাহ সোনার দাম নিম্নমুখী থাকার পরে এ দিন কোনও উত্থান-পতন দেখা যায়নি সূচকে। স্পট গোল্ড সূচকে গত অধিবেশনে ২% পতনের পরে এ দিন প্রতি আউন্স সোনার দাম ১,৮৭৭.১৫ ডলারে থিতু রয়েছে।পাশাপাশি, ডলারের দাম সূচকে ০.২% বৃদ্ধির প্রভাব পড়েছে সোনার দরে। সূচকে ০.৭% দর উঠেছে রুপোর, যার জেরে প্রতি আউন্সের দাম যাচ্ছে ২৩.২৫ ডলার।সোনার দর আশানুরূপ না বৃদ্ধি পাওয়ায় আপাতত ভাটা দেখা দিয়েছে ইটিএফ বিনিয়োগেও। বিশ্বের বৃহত্তম স্বর্ণভিত্তিক গোল্ড ট্রাস্ট এসপিডিআর-এ ০.৩২% পতন দেখা দেওয়ায় মঙ্গলবার দিনের শেষে মোট মজুত সোনার পরিমাণ দাঁড়ায় ১,২৭১.৫২ টন। মার্কিন ডলারের দামের উপরে নির্ভর করে সম্প্রতি সোনার দামে ওঠাপড়া লেগে থাকবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। সেপ্টেম্বর মাসে ভারতের সোনা আমদানির হার ২০১৯ সালের তুলনায় গত চার মাসে ৫৯% কমেছে, জানিয়েছে রয়টার্স। উল্লেখ্য, ভারতীয় বাজারে অধিকাংশ পরিমাণ সোনাই আমদানি করা হয়। বিশেষজ্ঞদের আশা, আগামী উৎসবের মরশুমে সোনার চাহিদা কিছু বৃদ্ধি পাবে।