সম্প্রতি নিয়মিত কমে চলেছে সোনার দাম। গত দুই দিনের ট্রেন্ড অনুসরণ করে বৃহস্পতিবারও ভারতীয় বাজারে দাম পড়ল সোনার।এ দিন এমসিএক্স সূচকে ০.১৫% পতনের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৯,৯৭১ টাকা। সাম্প্রতিক কালে এ দিনই প্রথম ৫০ হাজারের নীচে নামল সোনা। পাশাপাশি, এ দিন সূচকে ০.২৩% পতনের ফলে রুপোর দাম প্রতি কেজিতে কমে দাঁড়িয়েছে ৬০,২৮০ টাকা। গত অধিবেশনে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫০০ টাকা কমেছিল এবং প্রতি রুপোর দর পড়েছিল ০.৪%।আন্তর্জাতিক বাজারে এ দিন সোনার দামে বিশেষ হেরফের দেখা যায়নি। স্পট গোল্ড সূচকে গত অধিবেশনে ১.১% বৃদ্ধি হলেও এ দিন সোনার দামে প্রায় কোনও পরিবর্তন ঘটেনি। এর ফলে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৮৮.৬৯ ডলার। মনে করা হচ্ছে, ডলার দাম তেজিয়ান থাকার জেরেই সোনার দামে উত্থান ব্যাহত হচ্ছে।বিশ্ববাজারে এ দিন রুপোর দর যাচ্ছে প্রতি আউন্সে ২৩.৮৩ ডলার।চলতি বছরের প্রথম আট মাসে সোনার দাম প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেতে দেখা গিয়েচে। তবে সেপ্টেম্বর থেকে দামে কিছুটা মন্থর গতি লক্ষ্য করা যাচ্ছে। গত সপ্তাহে অবশ্য সোনার দামে উল্লেখযোগ্য উত্থান-পতন দেখা গিয়েছে।বাজার বিশেষজ্ঞদের মতে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত সোনার দামে পতন দেখা গেলেও নিম্ন স্তরে স্থিতাবস্থা বহাল থাকবে। বিশ্বের অগ্রণী অর্থনীতিগুলির প্রধান ব্যাঙ্কের চাহিদায় ভাটা না পড়লে বাজারের মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা প্রায় নেই।