সপ্তাহের শুরুতে দাম উঠলেও মঙ্গলবার ভারতে ফের পতন হল সোনার দরে। জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারের ট্রেন্ড অনুসরণ করেই সোনার এই নিম্নমুখী দাম।এ দিন এমসিএক্স সূচকে ০.৫% পতনের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫০,৮০৩ টাকা। পাশাপাশি, এ দিন সূচকে ০.৬% পতনের ফলে বাজারে রুপোর দাম যাচ্ছে প্রতি কেজি ৬৭,৮৫০ টাকা। পর পর তিন দিন পতনের পরে সোমবার সূচকে ০.৭% উত্থানের জেরে বাড়ে সোনার দাম। রুপোর দরও সূচকে ১.৬% বৃদ্ধি পায়। তবে গত অগস্ট মাসের তুলনায় প্রতি ১০ গ্রাম সোনার দাম এখন ৫,০০০ টাকার য়েয়েআও কম যাচ্ছে এবং রুপোর দাম কেজিতে ১০,০০০ টাকার নীচে রয়েছে।বিশ্বজুড়ে কোভিড রোগীর সংখ্যা উল্লেখজনক হারে বৃদ্ধি পাওয়া এবং মার্কিন ডলারের দর মজবুত থাকায় আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার সোনার দামে পতন দেখা দিয়েছে। স্পট গোল্ড সূচকে এ দিন ০.২% পড়ার ফলে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৯২৫.৬৮ ডলার। তুলনায় কিছুটা স্থিতিশীল যাচ্ছে রুপোর দর।অন্য দিকে, সোনার বাজার দিশাহীন এবং অনিশ্চিত হওয়ার কারণে বিনিয়োগের হারে ভাটা দেখা দিয়েছে। এর প্রতিফলনে ইটিএফগুলিতে মজুত সোনার পরিমাণে স্থিতাবস্থা দেখা দিয়েছে। সোমবার সূচকে দর উঠলেও বিশ্বের বৃহত্তম ইটিএফ এসপিডিআর-এ মজুত সোনার পরিমাণে উত্থান দেখা যায়নি, জানিয়েছে কোটাক সিকিওরিটিজ। আবার এর পাশাপাশি, ভারত ও চিনের মতো বিশ্বের চালু সোনার বাজারে ক্রেতাশূন্য হয়ে পড়ছে দোকানগুলি। যদিও বিক্রি বাড়াতে কারিগরি খরচে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।