গয়া-কোডারমা সেকশনের রসালপুর রেলগেটের কাছে কয়লাবোঝাই মালবাহী ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয়। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এনটিপিসি বাঢ়ে কয়লা সরবরাহের জন্য বান্ধুয়া-পাইমার রেল লাইনের সংযোগ স্থাপনের জন্য রেল ওভারলাইনে মালবাহী ট্রেনটি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল। এনটিপিসি বারহে কয়লা সরবরাহের জন্য কেবল কয়লা বোঝাই পণ্যবাহী ট্রেনগুলি এই রেল লাইন দিয়ে যায়।রেলওয়ে সূত্র জানায়, বিকেল সোয়া ৪টার দিকে বান্ধুয়া স্টেশন থেকে বাড়ড়ের উদ্দেশে যাচ্ছিল এই মালগাড়িটি। রাসালপুর রেলগেট পার হওয়ার সময় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে প্রবল ধোঁয়া বের হতে থাকে ও ধুলো উড়তে থাকে। মালবাহী ট্রেন দ্রুত গতিতে আর এগোয়নি। এ ঘটনার জের ধরে মালবাহী ট্রেনের কয়েকটি বগি গয়া-রাজগীর মেইন সড়কের রসালপুর রেলগেটের কাছে থেমে যায় এবং গেটটি দীর্ঘক্ষণ বন্ধ থাকে। এ সময় গেটের দুই পাশে সড়কে যানবাহনের জট দেখা দেয়। পরে ওয়াগনটি সরানোর পর গেট খোলার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল শুরু হয়। বিধ্বস্ত ওয়াগনটিকে ট্র্যাকে ফিরিয়ে আনতে প্রায় আট ঘন্টা সময় লাগতে পারে। এ সময়ে এই রেললাইনের পণ্যবাহী ট্রেনগুলো অন্য রুট দিয়ে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। খবর লাইভ হিন্দুস্তান সূত্রে।হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, জিআরপির গয়া ইনসপেক্টর রাজেশ কুমার সিং রেললাইনের চারদিকে কয়লা ছড়িয়ে পড়েছিল। রেলযোগাযোগ ব্যবস্থা থমকে গিয়েছিল। তবে কী কারণে এই দুর্ঘটনা তা নিয়ে রেল আধিকারিকরা কিছু জানাননি।