ভারতের ডিজিটাইজেশন ফান্ডে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে ইন্টারনেট জায়ান্ট Google । সংস্থার সিইও সুন্দর পিচাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেন, এই পদক্ষেপের মাধ্যমে ফিনটেক সেক্টরে ভারতের অগ্রগতি বৃদ্ধি পাবে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে ছোট ও বড় ব্যবসাকে এটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আরও পড়ুন: ‘যেন শেষপাতে মিষ্টি খেলাম…’, প্রবাসী ভারতীয়দের সভাকে ♌‘মি🧔নি ভারত’ সম্বোধন মোদীর
শুক্রবার 🉐প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন সুন্দর পিচাই। গান্ধীনগরের গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স টেক-সিটি (গিফট)-তে গুগলের গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার খোলার ঘোষণা করেন তিনি।
'মার্কিন যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাপচারিতার এই সুযোগ নিঃসন্দেহে একটি সম্মানীয় বিষয়। আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি যে, গুগল ভারতের ডিজিটালাইজেশন তহবিলে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে,' জানালেন সুন্দর🌊 পিচাই।
'আমরা GIFT সিটি, গুজরাটে আমাদের গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার খোলার ঘোষণা করছি। ডিজিটাল ইন্ডিয়ার জন্য প্রধানমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গি, তা তাঁর সময়ের চেয়ে অন🥃েক বেশি এগিয়ে ছিল। আমি এখন এটিকে একটি ব্লুপ্রিন্ট হিসাবে দেখছি। এটি অন্যান্য দেশেও লাগু করা যেতে পারে,' যোগ করেছেন তিনি।
'Google আজ গুজরাটে🌟র GIFT সিটিতে একটি Google Fintech গ্লোবাল অপারেশন সেন্টার খুলবেꦆ বলে ঘোষণা করেছে,' এমনটাই জানালেন এক Google মুখপাত্র।
'এই ঘোষণা আদতে ফিনটেকে ক্ষেত্রে ভারতের নেতৃত্বকে স্বীকৃতি দেবে। ভারত, মার্🔴কিন যুক্তরাষ্ট্র🎶 এবং বিশ্বজুড়ে ছোট-বড় ব্যবসাকে সমর্থন করবে,' জানান গুগলের মুখপাত্র।
Google ও ভারতের সম্পর্ক নতুন নয়। সেই ২০০৪ সাল থেকে ভারতে কাজ করছে তারা। হাজার হাজার মেধাবী কর্মীকে বিপুল বেতনে নিয়োগ দেয় গুগল। দেশের পাঁচটি প্রধান শহরে তাদের অফিস রয়েছে। বেঙ্গালুরু, হায়দরাবাদ, গুরগাঁও ꦰ- দিল্লি এনসিআর, মুম্বই এবং পুনেতে গুগলের অ𓄧ফিস রয়েছে।
২০২০ সালে Google ভারতের ডিজিটালাইজেশন ফান্ডের ঘোষণা করে। মোট চারটি ক্ষেত্রে জোর দিয়ে মোট ১০ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৭৫,০০০ কোটি টাকা) বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। আরও পড়ুন: ভাড়াটে সৈনিকদের অভ্যুত্থান রাশিয়ায়, দেশের বড় অঞ্চল দখলের দাবি ওয়া꧟গনার গোষ্ঠীর
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক