‘নাগরিককে অগ্রাধিকার’ নীতিতেই কাজ করতে হবে সরকারি কর্মীদের। মঙ্গলবার ভিডিয়ো কন্ফারেনসিং-এর মাধ্যমে ৫১ হাজার সরকারি চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির রাইসিনা রোডে ꦯন্যাশনাল মিডিয়া সেন্টারে এই অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে ভিডিয়ো কনফারেন্সিং -এর মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। ‘রোজগার মেলা’ শীর্ষক এই অনুষ্ঠানে মোদী বলেন, ‘২০৪৭-এ আরও উন্নত ভারতের পথে এগোচ্ছে দেশ। আর কয়েক বছরের মধ্যে দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে। এই সময়কালে প্রতিটি সরকারি কর্মীরা বড় ভূমিকা নিতে পারেন। তাই আপনারা সব সময় নাগরিকদের আগ্রাধিকার দিয়ে কাজ করবেন।’
তিনি নবীন চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সেই প্রজন্মের অং🥀শ যাঁরা প্রযুক্তিকে সঙ্গী করে বড় হয়েছে। আপনাদের কাজের ক্ষেত্রেও প্রযুক্𓂃তিকে ব্যবহার করতে হবে।’
১০ লক্ষ সরকারি চাকরি, এই প্রচারকে হাতিয়ার করে গত বছর ২২ অক্টোবর ‘রোজগার’ মেলার সূচনা করেন প্🐬রধানমন্ত্রী। বেকারত্বকে ইস্যু করে বিরোধীরা যে সমালোচলা করেন ‘রোজগার মেলা’র মাধ্যমে তার জবাবই দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী।
(পড়তে পারেন। এনআইয়ের শীর্ষস🙈্থানে এবার আরও সাতটি পদ, থরথর করে কাঁপবে জঙ্গিরা)
এ দিন 🌸প্রধানমন্ত্রী নবীন চাকরি প্রাপকদের উদ্দেশ্যে বলেন, জোর দিতে হবে সরকা🌠রি প্রকল্পের দ্রুত বাস্তাবায়নে। তিনি বলেন, ‘আপনাদের মতো তরুণরা যেখানে যোগ দিচ্ছেন, সেখানে আশা করা যায় প্রকল্পের কাজে গতি আসবে।’
৫১ হাজার চাকরিপ্রার্থীরাꦜ ডাক বিভাগ, ভারতীয় অডিট এবং অ্যাকাউন্টস বিভাগ, পরমাণু শক্তি বিভাগ, রাজস্ব বিভাগ, উচ্চ শিক্ষা বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রক এবং অন্যান্য বিভাগে যোগদানের জন্য নিয়োগপত্র পেয়েছে।