Covid-19 এর প্রকোপ আটকাতে এনসিআর-এর একাংশ ও নয়ডা-সহ উত্তর প্রদেশের ১৫টি জেলায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল কেন্দ্র। বুধবার মাঝরাত থেকে এই সমস্ত এলাকায় কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে, জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।এ দিন সকাল পর্যন্ত উত্তর প্রদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩২৬, মৃতের সংখ্যা ৩। রাজ্যের সবচেয়ে বেশি সংক্রামিত অঞ্চলের মধ্যে রয়েছে গৌতম বুদ্ধ নগর জেলা, যার মধ্যে রয়েছে নয়ডা এবং গাজিয়াবাদ জেলা।প্রশাসনিক আধিকারকরা জানিয়েছেন, এই ১৫টি জেলার প্রতিটিতে ৫টি বা তার বেশি আক্রান্ত রয়েছে। জানা যায়নি, এই জেলাগুলিতে অতিরিক্ত কী কী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে, তার পরে সমীক্ষা করে পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে।রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত যুগ্ম সচিব অবিনাশ আওয়াস্থি বলেন, ‘আমরা পুলিশের ডিজি-র সঙ্গে আলোচনার লভিত্তিতে এই জেলাগুলির হটস্পটগুলি চিহ্নিত করছি।’উত্তর প্রদেশে করোনা অধ্যুষিত জেলাগুলি হল আগ্রা, গাজিয়াবাদ, গৌতম বুদ্ধ নগর, বস্তি, কানপুর, বারাণসী, লখনউ, শামলি, বুলন্দশহর, সীতাপুর, মহারাজগঞ্জ, মীরাট, বরেলি, ফিরোজাবাদ ও সাহারানপুর।এর আগে করোনা সংক্রমণ রোধ করতে গত ২৫ মার্চ থেকে দেশজুড়ে তিন সপ্তা হব্যাপী লকডাউন আরোপ করা হয়েছে। কিন্তু উত্তর প্রদেশ, তেলেঙ্গানা-সহ বেশ কিছু রাজ্য লকডাউন না তোলার আর্জি জানানোর পরে তা বিবেচনা করে দেখছে কেন্দ্রীয় প্রশাসন।