বাংলার রাজ্যপাল লা গণেশন। সোমবারই তিনি বাংলার মুখ্য়মন্ত্রীর বাড়িতে কালীপুজো দেখতে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর ছোট্ট বাড়ি দেখে বিষ্ময়ও প্রকাশ করেছিলেন রাজ্যপাল লা গণেশন। এনিয়ে চর্চা চলছে পুরো🧸দমে। তার মধ্যেই জানা গেল এবার চেন্নাইতে দাদার জন্মদিনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল লা 🐈গণেশন। সূত্রের খবর, সেই আমন্ত্রণে সাড়া দিয়েছেন খোদ মুখ্য়মন্ত্রী। তবে চেন্নাইতে গিয়ে মুখ্যমন্ত্রী অন্য কোনও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন কি না তা এখনও পরিষ্কার নয়।
তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এর আগে জগদীপ ধনখড় বাংলার রাজ্যপাল থাকাকালীন মুꦉখ্য়মন্ত্রীর বাড়িতে কালীপুজোর আমন্ত্রণ রক্ষা করতে যেতেন। কিন্তু তারপরেও তিনি ফের সুর চড়াতেন রাজ্য সরকারের বিরুদ্ধে। কিন্তু বর্তমানের ছবিটা অনেকটাই ভিন্ন।
জগদীপ ধনখড় দেশের উপরাষ্ট্রপতি হওয়ার পরে মণিপুরের পাশাপাশি বাংলার রাজ্যপাল হিসাবে বাড়তি দায়িত্ব নিয়েছꦦেন। এবার মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজোর নিমন্ত্রণ রক্ষা করতে গেলেন তিনি। ꦕআর সূত্রের খবর, সেখানে গিয়েই তিনি মমতাকে চেন্নাই যাওয়ার আমন্ত্রণ করেন। মূলত তাঁর দাদার ৮০ বছরের জন্মদিনে বাড়ির অনুষ্ঠানে এই আমন্ত্রণ করা হয়েছে। সূত্রের খবর, সেই অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে ꦺরাজি হয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সেব্যাপারে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে মুখ্য়মন্ত্রীর চূড়ান্ত সফরসূচির ব্যাপারে এখনও জানা যায়নি।