ꦐ SCSS Interest Rate: চলতি মাসের শেষে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার সংশোধন হওয়ার কথা। এমন পরিস্থিতিতে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের হার আরও বাড়তে পারে (SCSS) বলে আশা প্রবীণ নাগরিকদের।
২০২২-২৩ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে SCSS-এর সুদের হার পরিবর্তন করা হয়েছিল। বর্তমানে, এতে ৮% সুদের হার মেলে। তার চেয়েও বেশি রিটার্ন মিললে যে এটি বেশ লোভনীয় একটি বিনিয়োগের অপশন হবে, তা বলাই বাহুল্য। আরও পড়ুন: Best FD Rate: দেশের কোন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে বেশি টাকা পাবেন? রইল সম্পূর্ণ তালিকা
𝓰 SAG ইনফোটেকের MD অমিত গুপ্ত অবশ্য বলছেন, 'SCSS-র সুদের হার আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কম।'
♋ মাইফান্ডবাজার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের CEO ও প্রতিষ্ঠাতা বিনীত খান্দারেও এই বিষয়ে একমত। SCSS সুদের হার আরও বৃদ্ধির সম্ভাবনা কম বলে মনে করছেন তিনি। তবে সরকার 'গভর্নমেন্ট সিকিউরিটিজে'-র রিটার্ন বৃদ্ধির কারণে স্বল্প-মেয়াদি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। যেহেতু SCSS-র সুদের হার খুব সম্প্রতিই সংশোধিত হয়েছে, সেহেতু ফের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা কম বলে মনে করছেন বিনীত খান্দারে।