বারাণসীর জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্স🦋ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআইকে সমীক্ষায় অনুমতি দিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট। বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্টের বড় রায়ের পর হিন্দুপক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন বলেন, ‘ এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছে, জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সে এএসআই সমীক্ষা শুরু করবে। দায়রা আদালতের আদেশ হাইকোর্ট বহাল রেখেছে।’
বারাণসীর জ্ঞানবাপী মসজিদ নিয়ে গত মাসেই বারাণসীর কোর্টের বড়সড় রায় সামনে এসেছিল।♓ সেখানে এএসআইকে মসজিদে সমীক্ষা চালানোর জন্য বলা হয়েছিল। তবে ওয়াজুখানা এলাকা বাদ দিয়ে এই ꦆসমীক্ষার কথা বলা হয়েছিল। মূলত, যে অভিযোগ ছিল, তা হল, যে কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ভেঙে ওই মসজিদ তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই সমীক্ষা পর্বের নির্দেশ। এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মুসলিম পক্ষ ‘অঞ্জুমন ইন্তেজামিয়া মসজিদ কমিটি’। আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি, বারাণসী জেলা আদালতের বিচারকের ২১ জুলাইয়ের আদেশকে চ্যালেঞ্জ করেছিল। তারা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দ্বারস্থ হয় এলাহাবাদ হাইকোর্টের। বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্ট আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির আবেদন খারিজ করে দিয়েছে। এদিকে, কোর্টের রায় নিয়ে মন্তব্য করতে গিয়ে উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য বলেন, ‘ আমি স্বাগত জানাচ্ছি এই রায়কে। আমি নিশ্চিত যে সত্যিটা বেরিয়ে আসবে এএসআইয়ের সমীক্ষায়, জ্ঞানবাপী সমস্যার সমাধান হবে।’
এদিকে, মুসলিম প✃ক্ষ ‘অঞ্জুমন ইন্তেজামিয়া মসজিদ কমিটি’-এর তরফে মৌলানা খালিদ রাশিদ ফারাঙ্গি মাহালি বলেছেন, ‘ আমরা আশাবাদী ন্য়ায় বিচার পাওয়ার বিষয়ে। এই মসজিদ ৬০০ বছরের পুরౠনো, আর এখানে ৬০০ বছর ধরে মুসলিমরা নমাজ পাঠ করেন।’ তিনি বলছেন, ‘আমরা চাই দেশের সমস্ত ধর্মীয় স্থানে ধর্মীয় প্রার্থনা সংক্রান্ত বিধি লাগু হোক। মুসলিম পক্ষ এই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাববে।’
(মণিপুর🐲ে হিংসার জেরে ঘর ছাড়ꦓা ১৪ হাজার স্কুল পড়ুয়া! জানাল কেন্দ্র)
এর আগে, ২৬ জুলাই বিকেল ৫ টা পর্যন্ত জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার বিষয়ে স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সময় মামলা সুপ্রিম কোর্টের অধীনে ছিল বলে এমন নির্দেশ দেওয়া হয়। সেই মতো আর্কিওলজিক্যাল সার্বে অফ ইন্ডিয়াকে সমীক্ষার কাজ শুরু থেকে বিরত থাকার নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। সেই সময় এলাহাবাদ হাইকোর্টে জ্ঞানবাপী মসজিদ মামলায় জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানি চলছিল। তখনই এএসআইকে সমীক্ষা শুরু 🐲থেকে বিরত থাকার নির্ౠদেশ হাইকোর্ট দিয়েছিল। তবে, বৃহস্পতিবার সেই সমীক্ষায় ছাড়পত্র দিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট।