হেলিকপ্টারের ইঞ্জিন তৈরির জন্য শুক্রবার চুক্তি স্বাক্ষর করল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ও ফ্রান্সের সাফ্রান হেলিকপ্টার ইঞ্জিন। HAL-এর তরফে বিবৃতিতে একথা জানানো হয়েছে। তারা জানিয়েছে এই নতুন এয়ারো ইঞ্জিন কোম্পানি হেলিকপ্টার ইঞ্জিন তৈরি, বিক্রি করা সহ বিভিন্ন কাজ করবে। ১৩টনের IMRH তৈরিতেও সহায়তা করবে এই নয়া সংস্থা।এদিকে এই IMRH বা Indian multi role helicopter রাশিয়ার এমআই-১৭এর সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারবে। এই Indian multi role helicopter নানা ধরনের মিশন চালাতে সমর্থ। বাহিনীকে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যেতে, হামলা চালাতে, সাবমেরিনের বিরুদ্ধে যুদ্ধে কার্যকরী।হালের চেয়ারম্যান আর মাধবন জানিয়েছেন, বহু দশক ধরেই সাফ্রান আমাদের সহযোগী। এর সঙ্গে যুক্ত হবে হালের অভিজ্ঞতা। অন্তত ১৫ ধরনের হেলিকপ্টার ও ইঞ্জিন বানানো সম্ভব হবে এবার।তবে HAL ও Safran helicopter-এর মধ্যে একাধিক চুক্তি রয়েছে ইতিমধ্যেই। ধ্রুব, রুদ্রের মতো এয়ারক্রাফট তৈরিতে কাজ হয়েছে।তবে ভারতের ইঞ্জিন তৈরি সংক্রান্ত একটি ইকো সিস্টেম দরকার। সেব্যাপারেই অগ্রগতির চেষ্টা করা হচ্ছে। বিশ্বের বাজারের সঙ্গেও প্রতিযোগিতায় সক্ষম হতে ভারতের এই উদ্যোগ কার্যকরী হবে।