শুক্রবার বিশ্বজুড়ে মাইক্রোসফট ব্যবহারকারীদের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ক্লাউড সিস্টেমে বিভ্রাট দেখা দেওয়ায়। এর জেরে বিভিন্ন বিমানবন্দরে চেক-ইনে সমস্যা হচ্ছিল। এই আবহে যাত্রীদের হাতে লেখা বোর্ডিং পাস দেওয়া হচ্ছিল। এক যাত্রী সেই বোর্ডিং পাসের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তা ভাইরাল হয়ে গিয়েছিল। আর সেই ভাইরাল পোস্টের জবাবও দিল ইন্ডিগো। (আরও পড়ুন: অবশেষে রাজ্য সরক🃏ারি সংস্থার চাকরির পরীক্ষায় বাধ্যতামূলক বাংলা, বরাদ্দ ১০ মার্কস)
আরও পড়ুন: সম্প্রচারের মাঝেই 'ব্ল্যাকআউ༺ট' বাংলাদ💜েশি খবরের চ্যানেলে, ওপার বাংলা যেন 'অন্ধকার দ্বীপ'
আরও পড়ুন: জরুরি অবতরণের 💙পর রাশিয়ায় আটকে পড়েন ২২৫ বিমান যাত্রী, এরপর কী করল এয়ার ইন্ডিয়া?
অক্ষয় কোঠারি নামক সেই বিমানযাত্রী একটি বোর্ডিং পাসের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'মাইক্রোসফট/ক্রাউডস্ট্রাইক বিভ্রাটের জেরে ভারতের অধিকাংশ বিমানবন্দরে পরিষেবা ব্যাহত হয়েছে। আর আমি আজ আমার প্রথম হাতে লেখা বোর্ডিং পাস পেলাম।' আর জবাবে ইন্ডিগো লেখে, হাতে লেখা বোর্ডিং পাস- এ এক অপ্রত্যাশিত থ্রোব্যাক! আউটেজের জেরে আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ। আমরা আশা করি রেট্রো ভাইব আপনার যাত্রাকে আরও কটু স্মরণীয় করে তুলবে। (আরও পড়ুন: বাংলাদেশ🐷 থেকে ♍দেশে ফিরলেন আরও ২৬০ ভারতীয়, ট্যাক্সি কনভয়ে এপার বাংলায় ৮০ পড়ুয়া)
আরও পড়ুন: ২১ জুলাই শিয়ালদা ড𒐪িভিশনে বহু লোকল ট্রেন বাতিলের ঘোষণা? মুখ খুলল রেল
উল্লেখ্য, গতকাল মাইক্রোসফটের ক্লাউড সিস্টেমে যে সমস্যা হয়, এর র জেরে বিশ্বজুড়ে বিমানবন্দর, ব্যাঙ্ক, মিডিয়া আউটলেটে সমস্যা হচ্ছে। মুম্বই, দিল্লি, গোয়া বিমানবন্দরের মতো এয়ারপোর্টে পরিষেবা ব্যাহত হচ্ছে। সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, টেকনিকাল সমস্যার জন্য বার্লিন এয়ারপোর্টে উড়ান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। স্পেনের সব বিমানবন্দরেই স্বাভাবিক পরিষেবা ব্যাহত হচ্ছে। দিল্লি বিমানবন্দরে ম্যানুয়ালি বোর্ডিং পাস দেওয়া হয় বলে জানা যায়। হাতে লেখা বোর্ডিং পাস নিয়ে অপর এক যাত্রী দাবি করেছিলেন, দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩-তে সমস্ত পরিষেবা ব্যাহত হয়। দীর্ঘক্ষণ ধরে সবকিছু হাতে-হাতে হচ্ছে। বোর্ডিং পাস দেওয়া, বোর্ডিং পাসে রাবার স্টাম্প মারা, সিকিউরিটি চেকিংয়ের মতো বিষয়গুলি ম্যানুয়ালি করা হয়। অধিকাংশ স্ক্রিনই বন্ধ হয়ে যায় বলে জানান তিনি। (আরও পড়ুন: চাকরির মেয়াদ ৫ বছর বাকি থাকতে𒁃ই আচমকা পদত্যাগ UPSC চেয়ারম্যানের, কারণ ঘিরে ধন্দ)
আরও পড়ুন: কুমিল্লার একই কলেজের ১২৭ ভারতীয় 🐼পড়ুয়াকে নিয়ে উদ্বেগ, এদেশের কতজন এখনও বাংলাদেশে
এদিকে আউটেজ নিয়ে উড়ান সংস্থা ইন্ডিগোর তরফে বলা হয়, 'মাইক্রোসফট অ্যাজিউরের ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে, তার প্রভাব পড়েছে আমাদের সিস্টেমের উপরে। সেই পরিস্থিতিতে যোগাযোগ কেন্দ্র এবং এয়ারপোর্টে বেশিক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। চেক-ইন করতে বেশি সময় লাগতে পারে। লম্বা লাইন তৈরি হতে পারে।' সেইসঙ্গে ইন্ডিগ🉐োর তরফে বলা হয়, 'আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি আপনি যাত্রা করেন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।'