আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির এক গমগমে চত্বর। ঢিল ছোড়া দূরত্বে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন। সেখানেই জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিক্ষোভে সামিল হয়েছেন মার্টিন শীন। কিছুক্ষণ পর বলে উঠলেন - 'চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির'।জলবায়ু পরিবর্তন নিয়ে রাজনীতিবিদদের নজর দেওয়ার জন্য গত অক্টোবর থেকে 'ফায়ার ড্রিল ফ্রাইডে' নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেন অভিনেত্রী জেন ফন্ডা। রাজধানী ওয়াশিংটনে ছিল গতকালের অনুষ্ঠান। সেই মঞ্চে হাজির ছিলেন মার্টিন শীন-সহ একাধিক হলিউড অভিনেতা। মঞ্চে বক্তৃতার সময় 'দ্য ওয়েস্ট উইংয়ের অভিনেতা' রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘চিত্ত যেথা ভয়শূন্য’-এর ইংরেজি অনুবাদের লাইন বলেন। হোয়াইট হাউসের কিছুটা দূরে সরকারের বিরুদ্ধে গিয়েই বলেন, ‘হোয়্যার দ্য মাইন্ড ইজ ইউথআউট ফিয়ার....’পরে তাঁকে গ্রেফতারও করে পুলিশ। সঙ্গে আরও ১৪৭ জনকে গেফতার করা হয়। পরে অবশ্য সবাইকে ছেড়ে দেওয়া হয়।