ভারতের জাতীয় প্রতিরক্ষা নীতি বর্তমানে এমন ভাবে তৈরি করা হয়েছে যে, আর একটি ২৬/১১ হামলা ঘটা প্রায় অসম্ভব। বৃহস্পতিবার হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২০-এর মঞ্চে এমনই প্রত্যয়ী বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ২০০৮ সালের ২৬ নভেম্বর পাক সন্ত্রাসবাদী হামলার গ্রাসে পড়ে বাণিজ্যনগরী মুম্বই। এ দিন সেই ভয়াবহ দিনটির স্মৃতির প্রেক্ষিতে প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারতের নৌ-নিরাপত্তা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এসেছে। তিনি বলেন, ‘আমাদের নৌসেনা ও বায়ুসেনা এখন অনেক বেশি প্রস্তুত। ২৬/১১ হামলার সময় সন্ত্রাসের ছক সাজাতে সমুদ্রপথ ব্যবহার করেছিল হামলাকারীরা। তার পরে ভারতীয় নৌসেনা ও বায়ুসেনার নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে।’ তিনি জানিয়েছেন, ভারতীয় নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনী এক ত্রিস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে, যা যে কোনও রকম সন্দেহজনক গতিবিধির আগাম খবর পেযে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত রাখতে পারে। এ দিন হিন্দুস্তান টাইমস-এর এডিটর, ভিউস প্রশান্ত ঝায়ের সঙ্গে আলোচনায় বসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কোভিড পরিস্থিতির কারণে এই প্রথম বার্ষিক এইচটিএলএস সম্মেলন ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। চার সপ্তাহব্যাপী এই লাইভ আলোচনাসভা শুরু হয়েছে গত ১৯ নভেম্বর।প্রতি বৃহস্পতি ও শুক্রবার বসে এই ভার্চুয়াল আলোচনাসভা।