পুরনো পেনশন স্কিমের (ওপিএস) সুবিধা 𓆏পেতে চান? তাহলে এবার সেই সুযোগ পাবেন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস), ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (আইএফওএস) অফিসাররা। তবে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, শর্তসাপেক্ষে একবারই সেই সুযোগ মিলবে। শর্ত হিসেবে ওই আইপিএস, আইএএস এবং আইএফওএস অফিসারদের ২০০৩ সালের ২২ ডিসেম্বরের আগে চাকরিতে যোগ দিতে হবে। যা ন্যাশনাল পেনশন সিস্টেমের (এনপিএস) 'কাট-অফ' তারিখ। অর্থাৎ সেদিনই এনপিএসের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। উল্লেখ্য, বিভিন্ন রাজ্যেই সরকারি কর্মচারীরা পুরনো পেনশন স্কিমের আওতায় ফিরে আসার জন্য পথে নেমেছেন। কয়েকটি বি🅰জেপি-বিরোধী শাসিত রাজ্যে সেই পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনাও হয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার অবশ্য এনপিএসের পক্ষেই সওয়াল করে এসেছে।
কিন্তু এবার যে আইপিএস, আইএএস এবং আইএফওএস অফিসারদের জন্য একবার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, সেটা মূলত বিভিন্ন আদালতের রায়ের ভিত্তিতে করতে হয়েছ๊ে। একাধিক আদালত রায় 🎃দিয়েছে যে এনপিএসের বিজ্ঞপ্তি জারি হওয়ার আগে যে সব শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল, সেগুলির আওতায় যদি কোনও সরকারি কর্মচারী ২০০৪ সালের ১ জানুয়ারি বা তারপরেও চাকরিতে যোগ দেন, তাহলেও তাঁকে পুরনো পেনশন স্কিমের আওতায় থাকার সুযোগ দিতে হবে।
আরও পড়ুন: Pension: ‘টেকনিকাল ত্রুটি দেখিয়ে সরকারি কর্ম𝓡ীর পেনশন আটকানো যাবে না,’ বিরাট রায় হাইকোর্টের
কেন্দ্র জানিয়েছে, সেই বিষয়টি নিয়ে ‘অল-ইন্ডিয়া সার্ভিস’-র থেকেও আর্জি জানানো হয়। যে ‘অল-ইন্ডিয়া সার্ভিস’-র আওতায় আছেন আইপিএস, আইএএস এবং আইএফওএস অফিসাররা। সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয় সংক্রান্ত দফতরের সঙ্গে পুরো বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা চালিয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মিবর্গ মন্ত্রক। তারপরই শর্তসাপেক্ষে আইপিএস, আইএএস এবং আইএফওএস অফিসারদের একবার সেই সুযো☂গ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।