♏চিনের তরফ থেকে একটি আন্তঃমহাদেশীয় মারণ মিসাইল উৎক্ষেপন করা হয়েছে বলে খবর। তারই একটি ডামি ওয়ারহেড ছিল। সেটা বুধবার প্রশান্ত মহাসাগরে নেমেছে। চিনের বিদেশমন্ত্রকের তরফ থেকে একথা জানানো হয়েছে। প্রেসিডেন্ট জি জিনপিং চিনের মিসাইল ফোর্সকে আরও শক্তিশালী করার ব্যাপারে প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি রক্ষার জন্যই এই বিশেষ উদ্যোগ।
ꩵগত ৪৪ বছরে প্রথম চিন এই ধরনের উদ্যোগ নিল। চিন এই প্রথম সকলের সামনে ঘোষণা করল যে তারা প্রশান্ত মহাসাগরে ICBM নিক্ষেপ করেছে।
🅰চিনের পিপলস লিবেরেশন আর্মির রকেট ফোর্স এই মিসাইলটির মহড়া দেয়। এটা গিয়ে একেবারে গভীর সমুদ্রে পড়ে। চিনের মিনিস্ট্রি অফ ন্যাশানাল ডিফেন্স এনিয়ে বিস্তারিতভাবে কিছু জানায়নি। কেবলমাত্র তারা জানিয়েছে, ডামি ওয়ারহেডটি সমুদ্রের মাঝে গিয়ে পড়েছে।
♐সেই সঙ্গেই মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, চিনের রকেট ফোর্সের পক্ষ থেকে এটা হল একটা রুটিন মহড়া। সেই সঙ্গেই তারা জানিয়ে দিয়েছে কোনও বিশেষ দেশ বা অঞ্চলের দিকে তারা এটা তাক করেনি।
🦩চিনের সরকারি মিডিয়া জিনহুয়ার তরফে বলা হয়েছে, বেজিং সংশ্লিষ্ট দেশগুলিকেও এই মিসাইলের মহড়া নিয়ে আগাম জানিয়েছিল। তবে এনিয়ে বিস্তারিতভাবে কিছু বলা হয়নি। তবে যেটা মনে করা হচ্ছে এভাবে চিনের মিসাইলের মহড়া আর সেটা একেবারে সবার সামনে বলা এটা চিনের কাছে বেশ বিরল।
🐬প্রসঙ্গত এর আগে ১৯৮০ সালে চিন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল টেস্ট করেছিল। চিনের সংবাদমাধ্যমের রিপোর্টে তেমনটাই উল্লেখ করা হয়েছে।