এমবিবিএসের ছাত্রদের আয়ুর্বেদ শেখানোর প্রস্তাব দিয়েছেন হরিয়ানা স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। স্বাস্থ্যমন্ত্রীর এই প্রস্তাবের পরেই সমালোচনায় সরব হয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। এমবিবিএসএস ছাত্রদের আয়ুর্বেদ শেখানোর প্রস্তাবের বিরোধিতা করেছে মেডিক্যাল অ্যাসোসিয়েশন। তারা এটিকে ‘মিক্সোপ্যাথি’ বলে অভিহিত করেছে। এরকম হলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হবে বলে আইএমএ-র তরফে দাবি করা 𒁃হয়েছে।
আইএমএ-র বক্তব্য, চিকিৎসা শিক্ষায় হাইব্রিওডাইজেশন চিকিৎসা পরিষেবাকে বিপর্যস্♉ত করবে এবং এর ফলে স্বাস্থ্য পরไিষেবা ব্যাপকভাবে ব্য♓াহত হবে। সাধারণত, ভারতীয় মেডিক্যাল কাউন্সিল আইন ১৯৫৬ বাতিল করার পর ন্যাশনাল মেডিক্যাল কমিশন অ্যাক্ট ২০১৯ আইন অনুযায়ী চিকিৎসা শিক্ষা পরিচালিত হয়ে থাকে।
সেই হিসাবে, কোনও রাজ্য সরকারই দেশের চিকিৎসা শিক্ষার ওপর হস্তক্ষেপ করতে পারে না বলে দাবি করেছে আইএমএ। আইএমএ মন্ত্রীর এই প্রস্তাবকে অসাংবিধানিক, দুর্ভাগ্যজনক এবং অযৌক্তিক বলে দাবি করেছে। মেডিক্যা🌞ল অ্যাসোসিয়েশনের তরফে আরও দাবি করা হয়েছে, আয়ুর্বেদকে আমাদের প্রাচীন ওষুধ হিসাবে বিবেচনা করা হয়। তাই এর জন্য আলাদাভাবে নীতি সংরক্ষণ করা প্রয়োজন রয়েছে।
প্রসঙ্গত, চিন একমাত্র দেশ যেখানে একই সঙ্গে বিভিন্ন চিকিৎসা পদ্ধতির সংমিশ্রণ দেখা যায়। এর ফলে চিনে ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি বিলুপ্ত হয়ে গিয়েছে। কারণ এখানে আলাদাভাবে ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির অনুশীলন করা হয় না। তবে চিন স্বাস্🦄থ্য পরিষেবার ক্ষেত্রে ভারতের মডেল হতে পারে বলে মনে করছে আইএমএ। তাই আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি যেহেতু ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসা। তাই স্বতন্ত্রভাবে এই চিকিৎসা পদ্ধতির সংরক্ষণ প্রয়োজন বলে দাবি আইএমএ-র। যদি এমবিবিএসের পড়ুয়াদের আয়ুর্বেদ চিকিৎসা শেখানো হয় সে ক্ষেত্রে ভারতের ঐতিহ্যবাহী এই চিকিৎসা পদ্ধতি বিলুপ্ত হতে পারে বলেই আশঙ্কা করেছে আইএমএ। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও স্বাস্থ্যমন্ত্রীর এই প্রস্তাব নিয়ে সমালোচনা করে দাবি করেছেন, এটা কখনও সম্ভব নয়।
উল্লেখ্য, হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ শুক্রবার ঘোষণা কর𒆙েছিলেন যে চিরাচরিত চিকিৎসা পদ্ধতি প্রচারের প্রচেষ্টার অংশ হিসাবে এমবিবিএস পড়ুয়াদের এক বছরের জন্য আয়ুর্বেদ শেখানো হবে। তারপরে সমালোচনায় সরব হয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT ൩App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipa𒀰d.onelink.me/277p/p7me4aup