এবার বিতর্কিত মন্তব্য করে বিজেপিকে অস্বস্তিতে ফেললেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি ও কৃষক আন্দোলন নিয়ে মুখ খুলেছিলেন মেঘালয়ের রাজ্য🐷পাল। যখন তিনি জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল ছিলেন তখনকার সময়ের কথা তুলে বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করার চেষ্টা করেন রাজ্যপাল। তার জেরেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, মেঘালয়ের রাজ্যপাল জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল থাকার সময় কোনও সন্ত্রাসবাদী শ্রীনগরের ৫০-১০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারত না। কিন্তু এখন সন্ত্রাসবাদীরা শ্রীনগরে গরিব মানুষকেও খুন করছে। এটা খুব কষ্টের।
প্রসঙ্গত ২০১৮ সালের অগস্ট মাস থেকে ২০১৯ সালের অক্টোবর মাস পর্যন্ত সত্যপাল মালিক ছিলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল। দুটি কেন্দ🌳্রশাসিত অঞ্চলে ভাগ হওয়ার আগে তিনি ওখানে রাজ্যপালের দায়িত্ব সামলেছিলেন।এদিকে ২০১৮ সালেও বিতর্কের কেন্দ্রে ছিলেন সত্যপাল। সেই সময় তিনি মেহেবুবা মুফতির সরকার গঠন সংক্রান্ত ফ্য়াক্স গ্রহণ করেননি। তাঁর দাবি ছিল রাজভবনের ফ্য়াক্স কাজ করছে না।
তবে এবারের কাশ্মীরের প্রাক্তন রাজ্যপালের মন্তব্য়ের জেরে বিজেপি নেতৃত্ব অবশ্য মুখ খুলতে চাননি। পাশাপাশি কৃষি আইন বাতিল প্রসঙ্গেও কার্যত বিতর্ক বাড়িয়েছেন সত্য়পাল মালিক। রাজস্থানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আইনসভার মাধ্যমে কৃষিপণ্যের সহায়ক মূল্যের বিষয়টি মিটিয়ে ফেলা দরকার। কৃষকদের দাবি না মেটালে বিজেপি আসন্ন নির্বাচনগুলিতে ভালো ফল করবে না। এদিকে গত মাসেও হরিয়ানার মুখ্য়মন্ত্রীর আন্দোলনকারী কৃষকদের বিরুদ🍸্ধে পদক্ষেপের সমালোচনা করেছিলেন সত্যপাল মালিক।