হাতে আর পাঁচদিন। তারপরই দেশজুড়ে পালিত হবে ‘স্বাধীনতা দিবস’। ইতিমধ্যেই নানা স্কুলে তা পালন করার জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। ১৫ অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নানা অনুষ্ঠান করে থাকে দেশের স্কুলগুলি। এবার সেখানে একটা অভিনবত্ব আনছে হরিয়ানা রাজ্য। যাতে সারা বছরই হরিয়ানার সরকারি স্কুলগুলিতে একটা পৃথক দেশাত্মবোধের পরিবেশ থাকে তাই এমন অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার থেকে আর স্কুলে পড়ুয়ারা তাঁদের শিকജ্ষক–শিক্ষিকাদের সঙ্গে দেখা হলে বলবে না ‘সুপ্রভাত’। বরং পড়ুয়ারা একে অন্যের সঙ্গে দেখা হলে এবং শিক্ষক–শিক্ষিকাদের সঙ্গে দেখা হলে ‘জয় হিন্দ’ বলে সম্মান জানাবে।
এই ঘটনা ঘটলে সকলের মধ্যে একটা দেশাত্মবোধ গড়ে উঠবে। শিক্ষার পাশাপাশি নিজের দেশকে পড়ুয়ারা ভালবাসুক সেটাই চান স্কুল শিক্ষা ﷺদফতরের অধিকর্তারা। তাই আগ🦩ামী ১৫ অগস্ট থেকে ‘জয় হিন্দ’ বলার নিয়ম চালু হতে চলেছে। তখন বন্ধ হয়ে যাবে সুপ্রভাত বলা। পড়ুয়ারা শিক্ষক–শিক্ষিকাদের যেমন ‘জয় হিন্দ’ বলবে তেমন শিক্ষক–শিক্ষিকারা পড়ুয়াদের পাল্টা ‘জয় হিন্দ’ বলবে। এই নিয়ে সিদ্ধান্ত হওয়ার পর তা বিজ্ঞপ্তি হিসাবে পৌঁছে গিয়েছে সর্বত্র। তাতে কারও কোনও আপত্তি নেই। সুতরাং ১৫ অগস্ট থেকে হরিয়ানার স্কুলগুলিতে শোনা যাবে ‘জয় হিন্দ’।
আরও পড়ুন: ভারতে প্রথম ‘শস্য এটিএম’ গꦿড়ে উঠল ওড়িশায়, চাল–গম🙈 মুহূর্তেই মিলবে মানুষের হাতে
এই বিষয়ে ইতিমধ্যেই ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন লিখিত নির্দেশ জারি করেছে বলে খবর। সেই নির্দেশিকা পৌঁছে গিয়েছে শিক্ষা দফতরের সমস্ত অফিসার, প্রিন্সিপাল এღবং প্রধানশিক্ষকদের কাছে। জেলা ও ব্লকস্তরের অফিসারদের কাছেও তা পৌঁছে গিয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, এই ১৫ অগস্ট থেকে সারা বছর সরকারি স্কুলগুলিতে সুপ্রভাতের পরিবর্তে চালু হবে জয় হিন্দ। পড়ুয়াদের মধ্যে এখন থেকে জাতীয়তাবোধ, দেশাত্মবোধ গড়ে তুলতে চালু করা হচ্ছে জয় হিন্দ। এতে দুটি বিষয় একসঙ্গে ঘটবে। এক, সারা বছর দেশাত্মবোধের পরিবেশ তৈরি হবে। দুই, পড়ুয়াদের মধ্যে গড়ে উঠবে দেশাত্মবোধ।