লোকসভা নির্বাচন শেষ না পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ইডি) , সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ( সিবিআই ) এবꦆং আয়কর ( আইটি ) - এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলির ডানা ছাঁটার জন্য নির্বাচন কমিশনকে পরামর্শ দিল ইন্ডিয়া জোট।
আবগারি দুর্নীতি মামলায় দি👍ল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। তার ঠিক পরদিনই এই আবেদন নিয়ে নির্বাচন কমিশনে গেল ইন্ডিয়া জোট।
প্রসঙ্গত, সংবিধানের ৩২৪ অনুচ্ছেদে নির্বাচন কমিশনকে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে । ইন্ডিয়া জোটের নেতারা নির্বাচন কমিশনকে ভোট শেষ না হওয়া পর্যন্ত ইডি , সিবিআই এবং আইটি সহ অন্যান্য সংস্থাগুলির পদক্ষেপ কমানোর জন্য তার সেই ক্ষমতা প্রয়োগ করার আবেদন জানিয়েছে𝓡। শুক্রবার দিল্লিতে ইসিআই - এর সঙ্গে দেখা করতে যায় ইন্ডিয়া জোটের একটি প্রতিনিধিদল। সে দলেরই অংশ একজন প্রবীণ রাজনৈতিক নেতা খবর জানিছেন।
আরও পড়ুন। 'প্রয়োজনে জেল থেকে সরকার 🥃চালাব', ꦚবললেন কেজরি, আবগারি দুর্নীতি মামলায় ৬ দিনের বিচারবিভাগীয় হেফাজত
এই প্রতিনিধি দলে ছি𝔉লেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল , এনসিপি নেতা জিতেন্দ্র আওহাদ, সিপিআই (এম) নেতা সীতারাম ইয়েচুরি , তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং আরও বেশ কয়েকজন নেতা।