বিশ্ব বাণিজ্য সংগঠনেဣ ছয়টি বাণিজ্য বিরোধের অবসান ঘটাবে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। মোট ২৮টি মার্কিন পণ্য, যেমন বাদাম, আখরোট এবং আপেলের ꦆউপর যে পাল্টা শুল্ক নেওয়া হত, তা প্রত্যাহার করা হবে। এক সরকারি বিবৃতি অনুসারে এমনটাই জানা গিয়েছে।
বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আছেন। রাষ্ট্রপতি জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে সেদেশে পৌঁছে গিয়েছেন তিনি। আরও পড়ুন: সন্ত্রাসবাদ নিয়ে মোদী-বাইডেনের যৌথ বিবৃতি, তেলে বেগুনে জ্বলে উঠ💖ꦛল পাকিস্তান
২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ꦺট্র নির্দিষ্ট ইস্পাত এবং অ্যালুমিনিয়াম পণ্যের উপরে যথাক্রমে ২৫ শতাংশ এবং ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করে। তার পাল্টা হিসাবে ভারত ২০১৯ সালের জুন মাসে ছোলা, মসুর, বাদাম, আখরোট, আপেল, বোরিক অ্যাসিড এবং💃 ডায়াগনস্টিক রিএজেন্ট-সহ মোট ২৮টি মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করে।
'মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ক্যাথরিন আজ এই বিষয়ে ঘোষণা করেছেন। আর তাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত বিশ্ব বাণিজ্য সংস্থার ছয়টি বিরোধের অবসান করতে সম্মত হয়েছে। ভারতও প্রতিশোধমূলক শুল্ক অপসারণ করতে সম্মত হয়ে🔯ছে,' বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটা জানানো হয়েছে।
আরও বলা হয়েছে যে, এই শুল্ক হ্রাসের ফলে মার্কিন যু꧋ক্তরাষ্ট্রের কৃষি উৎপাদনকারী এবং নির্মাতাদের বাজার সম্প্রসারণের সু𓄧যোগ বাড়বে।
'আজকের এই চুক্তির ফলে আমাদের অর্থনৈতিক ও বাণিজ্𓆉য সম্পর্ক আরও গভীর হবে,' জানিয়েছেন তিনি।
২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৯৬২ সালের আইনের 232 নম্বর ধারা ব্যবহার করে সমস্ত মার্কিন ইস্পাত আমদানিতে ২৫% এবং অ্যালুমিনিয꧅়ামের উপর ১০% শুল্ক আরোপ করেছিলেন। এদিকে পাল্টা হিসাবে, ভারত বাদাম, আপেল এবং আখরোট সহ ২৮টি মার্কিন পণ্যের 🍨উপর শুল্ক আরোপ করে।
গত ডিসেম্বরে, বিশ্ব বাণিজ্য সংস্থা রায় দেয়, ডোনাল্ড ট্রাম্পের এই ইস্✱পাত এবং অ্যালুমিনিয়াম আমদানিতে মার্কিন শুল্ক আরোপ বিশ্ব বাণ🐲িজ্য নিয়ম লঙ্ঘন করেছে।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই নয়াদিল্লি এবং ওয়াশিংটনের কর্তারা জানান, মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময়ে মার্কিন কৃষি পণ্যের উপর পাল্টা শুল্ক প্রত্যাহারেরও প্রস্তাব করা হবে। সেই নিয়ে আলোচনা হতে পারে। আরও পড়ুন: ‘আওয়ামি লিগ থা🐈কতে ভারত ভাঙতে দেব না’, বাংলাদেশের সংসদে 𒆙বললেন হাসিনার দলের সাংসদএই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক