আন্তর্জাতিক বাজারে বিক্রি হওয়া ফাইজার এবং মডার্নার টিকাকে ভারতে অনুমোদন দেওয়ার পথ প্রশস্ত করছে কেন্দ্র। সোমবার এই কথাই জানানো হয় সরকারের তরফে। এই বিষয়ে নতি আয়োগের সদস্য ভিকে পাল বলেন যে কোনও টিকাকে অনুমোদন দেওয়ার আগে অনেক ধাপ পার করতে হয়।ভিকে পাল বলেন, 'আন্তর্জাতিক এই টিকাগুলিকে ভারতে অনুমোদন দেওয়ার বিষয়ে আলোচনা তলছে। এই বিষয়ে অনেকগুলি ধাপ রয়েছে এবং আমরা শীঘ্র একটি পথ খোঁজার চেষ্টা করছি যা অনুসরণ করে উভয় পক্ষই সামনের দিকে এগোতে পারবে।'উল্লেখ্য, কয়েকদিন আগেই ফাইজারের প্রধান অ্যালবার্ট বোরলা জানিয়েছিলেন, ভারতে জরুরি ভিত্তিতে তাঁদের তৈরি টিকাকে ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। কেন্দ্রের সঙ্গে এই বিষয়ে চুক্তি চূড়ান্ত হতে চলেছে দ্রুত।উল্লেখ্য, ফাইজার, মডার্নাকে কেন্দ্রের তরফে আইনি সুরক্ষাকবচ দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়া কয়েকদিন আগেই ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া জানিয়েছে, নির্দিষ্ট কিছু দেশে ছাড়পত্র পেয়েছে এবং হু–র তালিকায় রয়েছে এমন সংস্থার টিকার এ দেশে আর ট্রায়ালের প্রয়োজন নেই। ট্রায়াল ছাড়াই এখানকার মানুষের উপর সেই টিকা প্রয়োগের ক্ষেত্রে ছাড়পত্র পাবে সেই সংস্থাগুলি। এই ঘোষণার পরই ফাইজার, মডার্নার এদেশে অনুমোদন পাওয়া সময়ের অপেক্ষা বলে ধরে নেওয়া হয়।