২০২০ সালে পূর্ব লাদাখ সীমান্তে সংঘাতের আগে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর যে অবস্থা ছিল, সেই জায়গাতেই ফিরে যাবে কিনা; সম্প্রতি টহলদারির জন্য যে ‘বাফার জোন’ তৈরি করা হয়েছে, সেটার কী হবে, সে বিষয়ে কিছু জানাননি ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি। তবে প্রতিবেদন অনুযায়ী, ডেসপ্যাং এবং ডেমচক এলাকা থেকে টহলদারি নিয়ে ভারত এবং চিন ঐক্যমতে পৌঁছেছে। এরই মাঝে এলএসি থেকে সেনা প্রত্যাহার নিয়ে মুখ খুললেন ভারতী সেনা প্রধান। এই বিষয়ে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট করে দিলেন, '২০২০ সালের স্থিতাবস্থায় ফিরে আসার পরই ভারতীয় বাহিনী লাদাখে পিছু হটবে।' (আরও পড়ুন: প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার টহল ♐নিয়ে কা♒টল জট, কী বলছে চিন?)
আরও পড়ুন: চতুর্থ পারমাণবিক সাবমেরিন জলে নামাল ভারত, নিউক্লিয়ার মিসাইলের রে👍ঞ্জ ৩৫০০ কিমি
জেনারেল দ্বিবেদী বলেন, 'চিনের সাথে ফের বিশ্বাস স্থাপনের চেষ্টা করছে ভারতীয় সেনা বাহিনী। তারাই নিজেদের আক্রমণাত্মক কার্যকলাপের মাধ্যমে এলএসিকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। আমরা ২০২০ সালের এপ্রিলের স্থিতাবস্থায় ফিরে যেতে চাই। এরপরে আমরা ডিসএনগেজমেন্ট, ডি-এসকেলেশন এবং এলএসির স্বাভাবিক ব্যবস্থাপনার দিকে নজর দেব। ২০২০ সালের এপ্রিল মাস থেকে এটাই আমাদের অবস্থান। এখনও পর্যন্ত আমরা আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছি। এটি তখনই ঘটবে যখন আমরা একে অপরকে দেখতে সক্ষম হব এবং আমরা একে অপরকে আশ্বস্ত করতে সক্ষম হব যে আমরা বাফার জোনে যাচ্ছি না।' (আরও পড়ুন: পাক সফরক𝕴ালে কেমন কেটেছিল সময়? অকপট জয়শংকর বললেন...)
আরও পড়ুন: নভেম্বরে এ🎃য়ার ইন্ডিয়ার বিমানে হামলার হুমকি পান্নুনের, কী ব🀅ললেন জয়শংকর?