রেলের এক মধ্য রেল জোনে ৫০টি স্টেশনে মোদীর সেলফি পয়েন্টের ওপর খরচ হয়েছে ১ কোটি ৬২ লাখ টাকা। কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছিল এই তথ্য। এই আবহে মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পদ থেকে বদলি করে দেওয়া হল শিবরাজ মানাসপুরে। গত ২৯ ডিসেম্বর তাঁকে আচমকাই বদলি করে দেওয়া হয় বলে দাবি করা হয়েছে রিপোর্টে। ৭ মাস আগে এই পদে নিয়োগ করা হয়েছিল তাঁকে। এদিকে মানাসপুরের জায়গায় মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পদে আনা হয়েছে স্বপ্নীল ডি নিলাকে। অপরদিকে রেলের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে, আরটিআই সংক্রান্ত সব জবাব আগে জোনাল ম্যানেজারকে দেখাতে হবে। তাঁর অনুমোদন পেলে তবেই সেই জবাব পাঠানো হবে। (আরও পড়ুন: শাড়ি প🌱রে থাকা মহিলা জানলা দিয়ে উঠলেন ভিড় ট্রেনে! ভাইরাল হল ভিডিয়ো)
আরও পড়ুন: 'সামান্য দুষ্টুমি চলছে…', পেট্রোল-ডিজেলের দাম কমানোর সম্ভ💫াবনা নিয়ে মন্তব্য পুরীর
উল্লেখ্য, নরেন্দ্র মোদির ছবি সহ সেলফি বুথ তৈরির খরচ জানতে চেয়ে তথ্য জানার অধিকার আইনে আবেদন করেছিলেন সমাজকর্মী অজয় বোস। তাঁর আবেদনের জবাবে জানানো হয়, মধ্য অঞ্চলে মোট ২০টি স্থায়ী সেলফি বুথ তৈরি করা হবে, যার প্রতিটিতে খরচ হবে ৬.২৫ লক্ষ টাকা। এছাড়াও ৩২টি অস্থায়ী সেলফি বুথ থাকবে। যার প্রতিটিতে খরচ হবে ♎১.২৫ লক্ষ টাকা। এই সব সেলফি বুথের জন্য মোট ১ কোটি ৬২ লাখ টাকা খরচ হবে ভারতীয় রেলের। এর মধ্যে স্থায়ী বুথের জন্য খরচ হবে ১ কোটি ২৫ লাখ এবং অস্থায়ী বুথের জন্য খরচ হবে ৩৭ লাখ। আর এই আরটিআই রিপোর্টকে হাতিয়ার করে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ শানান বিরোধীরা।
আরও পড়ুন: নতুন বছরে এক ধাক্কায় অনেকটাই কমতে পারে বি꧑মান ভাড়া, বড় ঘোষণা ইন্ডিগোর
প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরে দেশের একাধিক রেল স্টেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাটআউট বসানো হয়েছে। এগুলিকে থ্রি-ডি সেলফি পয়েন্ট নাম দেওয়া হয়েছে। সেলফি বুথগুলি টেকসই ফাইবার দিয়ে তৈরি। তাতে এক্রাই♍লিক বোর্ড এবং গ্লাসেরও ব্যবহার রয়েছে। বুথগুলিতে প্রধানমন্ত্রীর ছবি সহ কেন্দ্র সরকারের বিভিন্ন উদ্যোগ যেমন স্কিল ইন্ড✃িয়া, উজ্জ্বলা যোজনা এবং চন্দ্রযান মিশনের কথা তুলে ধরা হয়েছে। তা আবার এলইডি আলোয় সজ্জিত। রেলযাত্রার আগে বা পরে যাত্রীরা যাতে প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে সেলফি তুলতে পারেন তার জন্যই এই বিপুল আয়োজন। মধ্য রেলওয়ের পাশাপাশি উত্তর, দক্ষিণ, পশ্চিম রেলওয়ের বিভিন্ন স্টেশনেও এই সেলফি বুথ তৈরির কাজ শুরু হয়েছে। একাধিক স্টেশনে একের বেশিও সেলফি বুথ তৈরি করা হচ্ছে। এই আবহে এই সেলফি বুথের খরচ প্রকাশ্যে চলে আসায় অস্বস্তিতে পড়ে রেল। বিরোধীদের হাতে চলে আসে নয়া হাতিয়ার। অভিযোগ ওঠে, সরকারের টাকা খরচ করে আদতে মোদীর প্রচার চলছে স্টেশনে স্টেশনে। আর এই বিতর্কের মাঝেই এবার আরটিআই নিয়ে নির্দেশিকা জারি করল রেল।