মার্কিন মুলুকে আদানির বিরুদ্ধে দায়ের মামলার খেসারত দিতে হচ্ছে গৌতমকে। এর আগে ৬০০ মিলিয়ন ডলারের বন্ড বাজারে আনার কথা থাকলেও তা স্থগিত করে আদানি। আর এবার ফরাসি সংস্থা টোটাল এনার্জিস ঘোষণা করল, তারা আপাতত আদানির সঙ্গে ব্যবসা বন্ধ করবে। সংস্থার তরফ থেকে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে হওয়া মামলার বিষয়ে তারা অবগত ছিল না। উল্লেখ্য, আদানি গ্রিন এনার্জি লিমিটেডে ২০ শতাংশ অংশীদারিত্ব আছে টোটাল এনার্জিসের। আদানি গ্রিনের বোর্ড অফ ডিরেক্টরেও একটি পদ রয়েছে টোটাল এনার্জিসের। এই আবহে টোটাল এনার্জিস জানিয়েছে, যতক্ষণ না এই মামলার নিষ্পত্তি হচ্ছে এবং আদানি গোষ্ঠীর কর্তারা নির্দোষ প্রমাণিত হচ্ছেন, ততদিন টোটল এনার্জিস নতুন করে আর কোনও বিনিয়োগ করবে না আদানি গোষ্ঠীতে। (আরও পড়ুন: রাজ্য়ের বিশ্ববিদ্যালয়ের জন্যে ১০০ কোটি দান⛄ করতেন আদানি, সেই টাকা 'ব্লক' করলেন CM)
আরও পড়ুন: 'শুধু আদানি আদানি...', ঘুষকাণ্ডে সংসদ যেন🌃 অচল না হয়, বলছে তৃণমূল
এর আগে বিনিয়োগকারীদের থেকে টাকা তুলতে বাজারে বন্ড ছাড়ার কথা ছিল আদানি গোষ্ঠীর। তবে ৬০০ মিলিয়ন ডলারের সেই বন্ড বাজারে ছাড়ার আগেই মার্কিন প্রশাসনের করা মামলার প্রসঙ্গটি সামনে চলে আসে। এরপরই বিবৃতি প্রকাশ করে বন্ড বাজারে আনার বিষয়টি স্থগিত রাখার কথা জানায় আদানি গোষ্ঠী। তাদের তরফ থেকে বলা হয়, 'মার্কিন বিচার বিভাগ এবং মার্কিন সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন একটি ফৌজদারি অভিযোগ জারি করেছে এবং একটি দেওয়ানি অভিযোগ এনেছে। ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ নিউইয়র্ক জেলা আদালতে আমাদের বোর্ড সদস্য গৌতম আদানি এবং সাগর আদানির বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়ছে। এছাড়াও বিনীত জৈনের বিরুদ্ধেও এই মামলায় অভিযোগ আনা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সাবসিডিয়ারিগুলি বর্তমানে প্রস্তাবিত মার্কিন ডলার ডিনোমিনেটেড বন্ড অফারগুলির বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।' (আরও পড়ুন: একের পর এক অভিযোগ, বাংলাদেশে 'প্রথম আলো' সংবাদ♒পত্র বন্ধের দাবিতে বিক্ষোভ)
আরও পড়ুন: খতিয়ে দেখা হচ্ছে নথি, আ🐓দানি ঘুষ কাণ্💮ডে এবার বড় পদক্ষেপের পথে NDA সরকার?
প্রঙ্গত, ভারতের সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়ার অভিযোগে আমেরিকায় মমলায় অভিযুক্ত হয়েছেন গৌতম আদানি সহ ৭ জন। এরপরই প্রাথমিক ভাবে শেয়ার বাজারে ধাক্কা খেয়েছিল আদানি গোষ্ঠীর স্টক। তবে এরপর ক্রমেই কিছুটা সামলে নিয়েছে আদানি। এই আবহে আদানি গ্রুপের সিএফও জুগেশিন্দর রবি সিং বলেন, আদানি গ্রুপের কোনও পোর্টফোলিও সংস্থার বিরুদ্ধে কোনও অন্যায়ের অভিযোগ আনা হয়নি। তাঁর কথায়, 'আদানি গোষ্ঠীর ১১টি পাবলিক কোম্পানির কোনওটির বিরুদ্ধেই কোনও অভিযোগ আনা হয়নি। এই অভিযোগ আদানি গোষ্ঠীর একটি প্রোজেক্টের বিরুদ্ধে, যা কি না আদানি গ্রিনের গোটা ব্যবসার মাত্র ১০ শতাংশ (এর আরও বিস্তারিত বিবরণ আমরা পরবর্তীতে সঠিক ফোরামে উপস্থাপন করব)। এই অভিযোগের 'নির্দিষ্ট বিষয়গুলি' সম্পর্কে আমরা ২ দিন আগেই অবগত হয়েছি। কিছু যে একটা চলছে সেটা আমরা আগেই জেনেছিলাম (২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে একটি রিস্ক ফ্যাক্টর সার্কুলারে আমরা তা প্রকাশও করেছিলাম। ২০২৩ সালের ৩১ মার্চ বার্ষিক ফলাফল প্রকাশের পর আমাদের কোনও পোর্টফোলিও সংস্থা প্রথমবার এই ধরনের সার্কুলার প্রকাশ করেছিল)। আদানি গোষ্ঠীর মোট ১১টি সংস্থার শেয়ার আছে বাজারে। আর তার মধ্যে কোনওটি এই মামলার দ্বারা প্রভাবিত হবে না। লিগ্যাল ফাইলিং অনুযায়ী, আমাদের কোনও পোর্টফোলিও সংস্থাই কোনও অভিযোগে অভিযুক্꧑ত নয়।'